Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২০
আপডেট: ২০:২৮, ২৫ সেপ্টেম্বর ২০২০

‘রিফ্লেক্সোলজি’: নিজের হাতে রোগ নিরাময়

‘রিফ্লেক্সোলজি’ শব্দটির সাথে খুব একটা পরিচয় নেই আমাদের। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়াহীন ‘রিফ্লেক্সোলজি’ বা শনাতন (পূর্বপুরুষের আমলের) এই থেরাপি রোগ নিরাময়ে দারুণ কার্যকরি।বলা যায় নিজের হাতে রোগ নিরাময়।

‘রিফ্লেক্সোলজি’ উইক উপলক্ষে আজ শুক্রবার আইনিউজ ও হারমনি ট্রাস্টের ফেসবুক পেজের লাইভে আলোচনা করবেন রিফ্লেক্সোলজি বিশেষজ্ঞরা। বিস্তারিত কথা বলবেন- অমিতাভ ভট্টাচার্য, রিফ্লেক্সোলজি গবেষক ও সিইও, হারমনি ট্রাস্ট এবং সৈয়দা শাহিদা সুলতানা, রিফ্লেক্সোলজি কনসালটেন্ট, হারমনি ট্রাস্ট। সঞ্চালনায় থাকবেন- সঞ্চালক : অ্যাডভোকেট সুব্রত খোকন। 

রোগ নিরাময়ে জুড়ি নেই ‘রিফ্লেক্সোলজি’ থেরাপির। হৃদরোগ, দাঁত, কিডনি, পেইন ম্যানেজম্যান্ট, পাইলস, দুশ্চিন্তা দূর করা প্রভৃতি রোগে দারুণ কার্যকরী এক থেরাপি। 

পেইন ম্যানেজম্যান্ট; ব্যাক-পেইন, গলা ব্যথা, হাঁটু-ব্যথাসহ শরীরের সকল ব্যথাজনিত সমস্যা, অ্যাজমা বা হাঁপানি, ঠাণ্ডাজনিত সমস্যায় দারুণ  কার্যকর ‘রিফ্লেক্সোলজি’।

পার্শ্বপ্রতিক্রিয়াহীন ‘রিফ্লেক্সোলজি’ বা শনাতন (পূর্বপুরুষের আমলের) এই থেরাপি হতে পারে স্ট্রেসলেস হওয়ার অন্যতম উপায়।

এ নিয়ে Eye News ও হারমনি ট্রাস্টের ফেসবুক Live- এ বিস্তারিত দেখার আমন্ত্রণ, আজ (শুক্রবার) রাত ৯.০০ টায়

লাইভ লিংক : https://www.facebook.com/eyenewsmedia/videos/801854153895221/

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়