Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ৮ অক্টোবর ২০২০
আপডেট: ২৩:১৯, ৮ অক্টোবর ২০২০

করোনায় অ্যাজমা রোগীদের মৃত্যুহার ‘কম’

ব্রিটেনের বোস্টন হেলথ কেয়ার সিস্টেমের একটি গবেষণায় করোনা আক্রান্ত সাধারণ রোগীদের চেয়ে অ্যাজমা রোগীদের মৃত্যুহার কম দেখা গেছে।

বোস্টনের এই গবেষণায় ৫৬২ জন অ্যাজমা রোগী এবং ২ হাজার ৬৮৬ জন সাধারণ রোগীর ডেটা পর্যবেক্ষণ করা হয়।

দুই গ্রুপ থেকেই ১৮-২১ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভেন্টিলেশনেও গেছেন সমান সংখ্যক মানুষ, ৩ শতাংশ। তবে অ্যাজমা রোগীদের মৃত্যুহার ছিল ৭০ শতাংশ কম।

গবেষকেরা বলেছেন, এর মধ্যে ৪৪ জন মারাত্মক অ্যাজমা রোগী ছিলেন; তাদের কেউই মারা যাননি।

অথচ করোনা ছড়িয়ে পড়ার দিনগুলো থেকে বিশেষজ্ঞরা বলেছেন, অ্যাজমা রোগীদের অবস্থা নতুন এই রোগটিতে সবচেয়ে বেশি খারাপ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও বলা হয়, যাদের ফুসফুসে সমস্যা আছে তাদের আলাদা থাকাটা গুরুত্বপূর্ণ।

ডব্লিউএইচও থেকে বলা হয়েছে, ‘অ্যাজমা রোগীদের ভাইরাসটি সহজে আক্রমণ করে বিষয়টা এমন নয়। তবে আক্রমণ করলে বেশি ক্ষতি করে।’

রোগীদের জন্য বোস্টন থেকে বলা হয়েছে, ‘সিওপিডির অনেক রোগী বাড়িতে অক্সিজেন ব্যবহার করেন। তাদের ক্ষেত্রে লো ডোজ অক্সিজেন ব্যবহারের নিয়ম। শ্বাসকষ্ট হলে হঠাৎ হাই ডোজ অক্সিজেন দেওয়া যাবে না। এতে ক্ষতির আশঙ্কা বেশি।’

‘সিওপিডির রোগীদের ক্ষেত্রে অক্সিজেন স্যাচুরেশন ৮৮ শতাংশ বা তার নিচেও স্বাভাবিক ধরা হয়। তাদেরকে অত্যন্ত নিয়ন্ত্রিত পদ্ধতিতে অক্সিজেন দিতে হয়। এটি বাড়িতে সম্ভব না।’

 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়