Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২২:৩২, ২২ অক্টোবর ২০২০

মানুষের গলায় সম্ভাব্য নতুন অঙ্গ আবিষ্কার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মানুষের গলায় একটি সম্ভাব্য নতুন অঙ্গ খুঁজে পাওয়ার দাবি করেছেন ডাচ বিজ্ঞানীরা। প্রোস্টেট ক্যান্সার নিয়ে গবেষণা করার সময় বিষয়টি বেরিয়ে আসে।

লাইভ সায়েন্সের সূত্রে এ খবর দিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

লালা গ্রন্থির একটি গুচ্ছ নাকের আড়ালে লুকিয়ে রয়েছে বলে গবেষণায় দেখা গেছে।

শতাব্দীকাল মেডিকেল গবেষণার পরেও মানবদেহে এমন একটি অঙ্গ যে রয়েছে যা এতদিন চিকিৎসকদের নজরে আসেনি। তবে নেদারল্যান্ডসের একদল বিজ্ঞানী বিষয়টি আবিষ্কার করেছেন।

ডাচ বিজ্ঞানীরা জানান, পূর্বে উপেক্ষিত গ্রন্থিগুলোর একটি জোড়া আবিষ্কার করেছেন তারা যা মানুষের খুলিতে লুকিয়ে আছে, যেখানে অনুনাসিক গহ্বর এবং গলা মিলিত হয়েছে।

চিকিত্সক গবেষকরা গ্রন্থিগুলোকে টিউবারিয়াল লালা গ্রন্থি হিসেবে নামকরণের প্রস্তাব দেন।

নেদারল্যান্ডসের ক্যান্সার ইনস্টিটিউটের অ্যানকোলজি এবং সার্জারি বিভাগের সার্জন মাথ্যিজস এইচ ভালস্টার বলেন, গবেষণাটি ‘রোমাঞ্চকর’ ছিল, কিন্তু গবেষকরা প্রথমে ‘কিছুটা সংশয়ী’ ছিলেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়