Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৭, ১ মার্চ ২০২১

পদোন্নতি পেলেন ২৩২ চিকিৎসক

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত ২৩২ জন চিকিৎসককে সিনিয়র স্কেল পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়। বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সুপারিশে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে তাদেরকে এ পদোন্নতি দেয়া হয়।

সোমবার (০১ মার্চ) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পার-২) শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন দুটিতে বলা হয়, পদোন্নতি পাওয়াদের মধ্যে যেসব কর্মকর্তা ছুটিতে আছেন, ছুটি শেষে কর্মস্থলে যোগদানের পর তাদের এ পদোন্নতি কার্যকর হবে। এছাড়া ৬ষ্ঠ গ্রেডের যেসব কর্মকর্তা দায়িত্বে আছেন, তারা সহজ সরল নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ বরাবর এ যোগদান পত্র দাখিল করবেন। কর্মকর্তারা আগের পদের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এক প্রজ্ঞাপনে ২১৩ জনকে ৩৫ হাজার ৫০০ টাকা এবং অপর প্রজ্ঞাপনে ১৯ জনকে ৬৭ হাজার ১০ টাকা বেতনে সিনিয়র স্কেল পদে এ পদোন্নতি দেয়া হয়।

আইনিউজ/আরআর

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়