স্বাস্থ্য ডেস্ক
আপডেট: ১৮:০৬, ৮ এপ্রিল ২০২১
জেনে নিন ব্রেন ক্যান্সারের লক্ষণ
ফাইল ছবি
ছোট-বড় সকলের হতে পারে মাথাব্যথা। বিভিন্ন কারণে হতে পারে মাথাব্যথা। তবে সব সময় সাধারণ মাথাব্যথা ভেবে বিষয়টিকে এড়িয়ে যাওয়া ঠিক নয়। কেননা ব্রেন ক্যান্সারের অন্যতম একটি লক্ষণ হচ্ছে মাথাব্যথা।
প্রাথমিক অবস্থায় ক্যান্সারের বিষয়টি সনাক্ত করা যায় না। এজন্যই দীর্ঘদিন ধরে মাথাব্যথার সমস্যায় ভুগলে অবশ্যই চিকিৎসক দেখানো উচিত।
শিশুদের ক্ষেত্রেও কিন্তু ব্রেন ক্যান্সার হতে পারে। শিশুদের যেসব ক্যান্সার হয়, তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে মস্তিষ্কে ক্যান্সার। এছাড়াও মেয়ে শিশুদের তুলনায় ছেলেদের মধ্যে এ ধরনের ক্যান্সার আক্রান্তের সংখ্যা বেশি। তাই শিশুরা মাথাব্যথার কথা বললে, তা কখনো উপেক্ষা করবেন না।
ব্রেন ক্যান্সারের লক্ষণ:
একেকজনের ক্ষেত্রে ভিন্ন লক্ষণ প্রকাশ পায়। এটি নির্ভর করে মস্তিষ্কের যতটা অংশ প্রভাবিত হয়েছে তার ওপর।
• প্রায়ই ব্রেন ক্যান্সারের প্রথম উপসর্গ হয় এবং হালকা, তীব্র, স্থির অথবা থেমে-থেমে হতে পারে।
• কথা বলতে অসুবিধা হবে।
• খিঁচুনি।
• বমি বমি ভাব, ঝিমুনি এবং বমি।
• শরীরের একপাশে দুর্বলতা অথবা অসাড়তা ক্রমাগত বাড়া।
• শব্দগুলো মনে রাখার অসুবিধার মত মানসিক সমস্যা।
• ভারসাম্য হারানো।
• দৃষ্টি, শ্রবণ, গন্ধ অথবা স্বাদ নষ্ট হওয়া।
• পা ফুলে যাওয়া।
• শরীরের আকারে অস্বাভাবিক পরিবর্তন ইত্যাদি।
ব্রেন ক্যান্সার যে কারণে হতে পারে
• বয়সের সঙ্গে ব্রেন ক্যান্সারের ঝুঁকি বাড়ে।
• ক্যান্সারের পূর্ববর্তী ইতিহাস আছে এমন শিশুদের মধ্যে পরের জীবনে ব্রেন ক্যান্সার বাড়ার একটি সর্বাধিক ঝুঁকি রাখে।
• লিউকিমিয়ার রোগীদের ব্রেন ক্যান্সার বৃদ্ধি পাওয়ার সর্বাধিক ঝুঁকি আছে।
• কিছু জন্মগত ত্রুটির কারণেও ব্রেন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়।
আইনিউজ/এসডিপি
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর