Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২১:৩১, ১৭ এপ্রিল ২০২১
আপডেট: ২৩:৩৭, ১৭ এপ্রিল ২০২১

‘বাতাসে ছড়াতে পারে করোনাভাইরাস’

ফাইল ছবি

ফাইল ছবি

প্রাণঘাতী করোনাভাইরাস ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে শনাক্ত হয়। তারপর বিশ্বব্যাপী তাণ্ডব দেখাচ্ছে। এই ভাইরাসটি বাতাসে ছড়াতে পারে বলে জানিয়েছে মেডিকেল জার্নাল ল্যানসেট। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেনি কোভিড-১৯ আসলেই বায়ুবাহিত রোগ কি না।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার ছয় বিশেষজ্ঞ এক পর্যালোচনা করে জানিয়েছেন, জনস্বাস্থ্য সংস্থাগুলো যদি বায়ুবাহিত ভাইরাস হিসেবে এটিকে চিহ্নিত করে ব্যবস্থা না নেয়, তবে মানুষকে সুরক্ষিত রাখা সম্ভব না। ভাইরাসটি আরও ছড়িয়ে পড়বে।

ছয় বিশেষজ্ঞের একজন কোঅপারেটিভ ইনস্টিটিউশন ফর রিসার্চের রসায়নবিদ ও কোলোরাডো বোল্ডার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোস-লুইস জিমনেজ। তিনি বলেন, ‘এটি যে বায়ুবাহিত রোগ তার পক্ষে দৃঢ় প্রমাণ পাওয়া গেছে। সে তুলনায় বড় আকারের ড্রপলেটের মাধ্যমে সংক্রমণের প্রমাণ অনেক কম।’

মহামারীর ক্ষেত্রে  বায়ুবাহিত ব্যাপারটি খুব গুরুত্বপূর্ণ। জনাকীর্ণ পরিবেশের বায়ু চলাচল ব্যবস্থা খারাপ হলে দ্রুততম সময়ে অনেক মানুষ সংক্রমিত হতে পারেন। তাই সামাজিক দূরত্ব বজায় রাখলেও ঘরের ভেতরে মাস্ক প্রয়োজন হতে পারে। তখন স্কুল, নার্সিং হোম, বাসাবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বাতাস চলাচলের নতুন শক্তিশালী ফিল্টারের প্রয়োজন পড়তে পারে।

উল্লেখ্য, অতিক্ষুদ্র জলকণা যখন সুস্থ মানুষের নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে, তখন তাতে ভাইরাস থাকলে ওই ব্যক্তি আক্রান্ত হতে পারেন।

করোনা যে বায়ুবাহিত রোগ হতে পারে সে বিষয়ে আলোচনা শুরু হয় ২০২০ সালের জুলাই থেকে।  ২৩৯ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি লিখে জানিয়েছেন, নতুন রোগটিকে বায়ুবাহিত ঘোষণা দিয়ে গাইডলাইন তৈরি করা দরকার।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়