Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৪:৫০, ১৪ মে ২০২১
আপডেট: ১৪:৫১, ১৪ মে ২০২১

‘করোনা থেকে সুস্থ হওয়ার ৬ মাস পর হতে পারে স্ট্রোক’

করোনাভাইরাস থেকে সুস্থ হয়েও স্বস্তি নেই। যারা আইসিইউতে যান সেসব রোগীদের অনেক দিন ঝুঁকি থেকে যায়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বাড়ি ফেরার ৬ মাস পরেও হতে পারে বড় ধরনের সেরিব্রাল স্ট্রোক।

আমেরিকার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি ও জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির বিজ্ঞানী ও গবেষকরা দীর্ঘ দিন হাসপাতালে কাটিয়ে মৃত্যুর মুখ থেকে ঘরে ফেরা কভিড রোগীদের নিয়ে এক সমীক্ষা চালিয়েছিলেন।

সেই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘নিউরোবায়োলজি অব স্ট্রেস’-এ।

গবেষণা থেকে জানা গেছে, হাসপাতালে গুরুতর অবস্থায় চলে গিয়েছিলেন, বাঁচিয়ে রাখতে সব সময় দিতে হচ্ছিল অক্সিজেন, এমন কভিড রোগীদের মস্তিষ্কের ফ্রন্টাল-টেম্পোরাল অংশে (সামনে ও ঠিক তার পিছনে) থাকা গ্রে ম্যাটারের আয়তন অনেকটাই কমে গেছে।

তার ফলে, হাসপাতাল থেকে বাড়িতে ফেরার ৬ মাস পরেও তাদের নানা ধরনের শারীরিক অক্ষমতা থাকছে। স্নায়ুঘটিত রোগের শিকার হয়ে হাত, পা, শরীরের নানা অঙ্গপ্রত্যঙ্গ চালনার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। হারিয়ে ফেলেছেন স্মরণশক্তিও।

কোনও কোনও ক্ষেত্রে হয় তাদের বাকশক্তি হারিয়ে ফেলতে দেখা গেছে, কখনও দেখা গেছে কথা বলার ক্ষেত্রে অস্বাভাবিক জড়তা। ঘরে ফেরা ওই কভিড রোগীদের জিভ সঠিক ভাবে নড়াচড়া করছে না। তাই কথা আটকে বা জড়িয়ে যাচ্ছে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়