Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২১:২৬, ১০ জুন ২০২১
আপডেট: ২১:৪৩, ১০ জুন ২০২১

কিডনি পরিষ্কার রাখতে যা করবেন

মানবদেহের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনি। আমাদের শরীরে জমে থাকা বর্জ্য পদার্থ পরিষ্কার করে এবং সেগুলো প্রস্রাবের সঙ্গে বের করে দেয় এই কিডনি। 

তবে আমাদের অনিয়মিত জীবনযাপন এবং ভুল খাবারের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। তাই কিডনিকে সুস্থ ও সবল রাখতে এটিকে সবসময় পরিষ্কার রাখা প্রয়োজন।

কিডনিকে পরিষ্কার রাখতে কিছু প্রয়োজনীয় খাবার এবং পর্যাপ্ত পানি পান করার বিকল্প নেই। পাশাপাশি শাক-সবজি ও ফল খেলে কিডনি নিজেকেই নিজে পরিষ্কার রাখে। কিছু ভেষজ উপাদান ও খাবারের মাধ্যমেও কিডনি ক্লিন্সিং করা সম্ভব। এর ফলে কিডনিতে পাথর জমার আশঙ্কাও কমে যায়। যেমন- বিটের জুস, তরমুজ, লেবুর রস, ক্র্যানবেরি জুস, কুমড়ার বীজ, হলুদ ইত্যাদি।

তবে যা-ই খান না কেন, প্রতিদিন আট গ্লাস পানি পান করতেই হবে। পাশাপাশি ডিটক্স ওয়াটার খেতে পারেন। এছাড়াও বেশ কয়েকটি সাধারণ বিষয় মেনে চললে সুরক্ষিত থাকবে কিডনি। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিষয়গুলো-

১. লবণ কম খান।

২. ধূমপান করবেন না।

৩. ওজন নিয়ন্ত্রণে রাখুন।

৪. প্রচুর পানি ও ফলের রস খান।

৫. কোলেস্টেরল বাড়তে দেবেন না।

৬.  রক্তচাপ ও সুগার লেভেল স্বাভাবিক রাখুন।

৭. বেশি মাত্রায় মদ ও ক্যাফেইন জাতীয় কিছু পান করবেন না।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়