Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১০ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ২৩:২১, ২৪ জুন ২০২১
আপডেট: ০৯:২৯, ২৫ জুন ২০২১

যে যোগাসন সুস্থ রাখে ফুসফুস

শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। তাই এর সুরক্ষায় আমাদের সবারই খুব বেশি সচেতন হওয়া জরুরি। তাছাড়া করোনা সরাসরি আমাদের শ্বাসনালী ও ফুসফুসকে আক্রান্ত করে। ফলে ফুসফুসের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে।

আমরা সকলেই জানি, করোনাভাইরাস প্রথমে আক্রমণ করে ফুসফুসে। ফলে ধীরে ধীরে দেখা দেয় শ্বাসকষ্টজনিত সমস্যা। যা পরবর্তীতে মারাত্মক আকার ধারণ করে। এ কারণে চিকিৎসা বিশেষজ্ঞরা ঘন ঘন অক্সিজেন স্যাচুরেশন পর্যবেক্ষণের পরামর্শ দেন।

শরীরে অক্সিজেনের মাত্রা বাড়াতে সহায়তা করে প্রোনিং। এটি এক ধরনের ব্যায়াম। তবে মেদান্তা হাসপাতালের চেয়ারম্যান ডা. নরেশ ত্রিহান ফুসফুস সুস্থ রাখতে ইয়োগা করারও পরামর্শ দিয়েছেন। করোনায় ফুসফুস ভালো রাখতে তিনি যে প্রাণায়াম করার পরামর্শ দিয়েছেন তা হলো অনুলোম-বিলোম প্রাণায়াম। এই যোগাসন ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে কার্যকরী বলে জানান তিনি।

যেভাবে করবেন অনুলোম-বিলোম প্রাণায়াম

পিঠ এবং ঘাড় সোজা রেখে মেডিটেশন বা ধ্যানের ভঙ্গিতে বসুন। চোখ বন্ধ করুন। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে নাকের ডান ফুটো চেপে বন্ধ করে বাঁ ফুটো দিয়ে শ্বাস নিন। শ্বাস ধীরে ধীরে ফুসফুস ভরে নিতে হবে। তাড়াহুড়ো করবেন না। এরপর ডান হাতের অনামিকা দিয়ে নাকের বাঁ ফুটো বন্ধ করে ডান ফুটো দিয়ে পুরোটা শ্বাস বের করে দিন। একইভাবে কয়েকবার শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়