স্বাস্থ্য ডেস্ক
আপডেট: ১১:০৫, ৪ জুলাই ২০২১
যে তিন লক্ষণে বুঝবেন আপনি ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত
দেশে করোনাভাইরাস পরিস্থিতি আবারও খারাপ হতে শুরু করেছে। টানা সাতদিন ধরে ভাইরাসটিতে শতাধিক মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণও বাড়ছে। এমন অবস্থায় করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তিত সরকার। ইতোমধ্যে এটি ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
করোনা মহামারির বর্তমান পরিস্থিতিতে ডেল্টা ভ্যারিয়েন্টের দিকেই বেশি মনোযোগ দেয়া হচ্ছে। বলা হচ্ছে, জনস্বাস্থ্যের জন্য আগের ভ্যারিয়েন্টগুলোর চাইতে অনেক বড় হুমকি এটি।
বিজ্ঞানীদের মতে, আলফা ভ্যারিয়েন্টের তুলনায় এটি ৬০ শতাংশ বেশি সংক্রামক। এই ভ্যারিয়েন্টের কারণেই ভারতে গত এপ্রিল-মে মাসে করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছিল। যা বর্তমানে যুক্তরাজ্যেও সবচেয়ে বেশি বিস্তার করেছে।
যুক্তরাজ্যে বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের কিছু সাধারণ উপসর্গ দেখা দিচ্ছে। সেগুলো হলো-
১. মাথাব্যথা
২. গলা ব্যথা
৩. নাক দিয়ে সর্দি পড়া
এর সঙ্গে হাল্কা জ্বরও থাকতে পারে। যুক্তরাজ্যে এখন কারো ভেতর এই তিনটি লক্ষণ দেখা দিলেই তাদেরকে কোভিড টেস্ট করাতে বলা হচ্ছে।
কোভিডের উপসর্গ বিষয়ক গবেষক অধ্যাপক টিম স্পেকটর জানিয়েছেন, তরুণদের ক্ষেত্রে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়াটা 'মারাত্মকভাবে সর্দি লাগার মতোই' মনে হতে পারে। তবে তাদের ততোটা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা নেই কিন্তু তারা সংক্রামক হতে পারে এবং অন্যদের ঝুঁকিতে ফেলতে পারে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সেবা বিভাগ এনএইচএস এর তথ্য অনুসারে কোভিডের সাধারণ উপসর্গগুলো হচ্ছে-
১. কাশি
২. জ্বর
৩. স্বাদ ও গন্ধ না পাওয়া
তবে করোনাভাইরাস সংক্রমণের অন্যান্য উপসর্গের মধ্যে শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া, মাথাব্যথা, ক্ষুধামন্দা এবং পেশী ব্যথারও উল্লেখ পাওয়া গেছে। তবে এই তিনটি লক্ষণকে উল্লেখযোগ্য হিসেবে ধরা হয়েছে।
বাংলাদেশে বর্তমানে ৮০ শতাংশের বেশি মানুষ ডেল্টা ভ্যারিয়েন্ট দিয়ে করোনায় আক্রান্ত হচ্ছেন। তাই যাদের মধ্যে উপরের তিনটি নতুন লক্ষণ দেখা দিবে, তাদের করোনা পরীক্ষা করানো উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সূত্র: বিবিসি
আইনিউজ/এসডিপি
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর