স্বাস্থ্য ডেস্ক
ওমিক্রনের ‘অদ্ভুত’ দুই লক্ষণ
বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। এর প্রভাবে দেশে দেশে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। ওমিক্রনের একের পর এক নতুন উপসর্গ আতঙ্কিত করছে সবাইকে। এরই মধ্যে দেখা দিয়েছে ওমিক্রনের ‘অদ্ভুত’ দুই লক্ষণ।
বিশেষজ্ঞরা বলেছেন, ওমিক্রনের উপসর্গ অনেকটা মৃদু। সাধারণ জ্বর, সর্দি, কাশি, নাক দিয়ে জল পড়া, কিছুক্ষেত্রে গলার স্বর পরিবর্তন, রাতে ঘাম হওয়া কিংবা পেশি ব্যথা ইত্যাদি হতে পারে। এমনকি ওমিক্রনের প্রভাবে ফুসফুসে দীর্ঘমেয়াদী নিউমোনিয়াও হতে পারে বলে জানা গেছে!
ওমিক্রনের ‘অদ্ভুত’ লক্ষণ সম্পর্কে হেলথলাইন জানিয়েছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট এনজিওটেনসিন-কনভার্টিং এনজাইম ২ (এসিই২) চোখের ভেতরে কিছু অংশে পাওয়া গেছে, যেমন- রেটিনা ও চোখের সাদা অংশে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, শুধু নাক বা মুখ দিয়েই নয়, এই ভাইরাস প্রবেশ করতে পারে চোখের মাধ্যমেও। ওমিক্রন সংক্রমণের ২ দিনের মধ্যেই রোগীর চোখ গোলাপি চোখ বা কনজেক্টিভাইটিস হতে পারে।
চিকিৎসকরা বলছেন, বাতাস থেকে নয় তো সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসেই চোখ ভাইরাসের সংক্রমণে আসতে পারে। তারা জানিয়েছেন, কনজাংটিভাইটিস চোখের নরম অংশ ও কর্নিয়াকে ধাক্কা দিতে পারে এটি। তার সঙ্গে চোখের পাতায় জমে থাকা ধুলাবালির সঙ্গে বিক্রিয়া করেও বাড়তে পারে সমস্যা।
এমনটি ঘটলে চোখ দিয়ে অনবরত পানি পড়া কিংবা এগুলো ছাড়াও দক্ষিণ আফ্রিকা থেকেই চিকিৎসকরা জানিয়েছেন চোখের পাতা ফুলে যাওয়া ও নিচের অংশ অসম্ভব চুলকানো অনুভূত হতে পারে।
জানা গেছে, ওমিক্রনে আক্রান্ত প্রায় ১০ শতাংশ মানুষ এ সমস্যায় ভুগছেন।
ওমিক্রনের আরও একটি লক্ষণ হলো অত্যাধিক চুল পড়া। আমেরিকান একাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের মতে, চুল পড়া কোভিডের একটি সাধারণ লক্ষণ। দীর্ঘদিন জ্বরে ভুগলে চুল পড়তে পারে। সংক্রমণের শেষের দিকে এই লক্ষণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা বেশি।
ওমিক্রনের প্রধান উপসর্গ
কোভিডের প্রধান লক্ষণগুলোর মধ্যে একটি হলো কাশি। সাম্প্রতিক তথ্য অনুসারে, ওমিক্রন কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় মৃদু অসুস্থতার কারণ হতে পারে। বিশেষ করে যারা টিকা নিয়েছেন তাদের ক্ষেত্রে।
প্রত্যেকেরই এখন ওমিক্রনের প্রধান লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া উচিত। করোনার প্রধান লক্ষণগুলো হলো- একটানা কাশি, স্বাদ ও গন্ধ হ্রাস এবং জ্বর। অন্যদিকে ওমিক্রনের উপসর্গ হিসেবে প্রকাশ পেয়েছে- শরীরে র্যাশ, নাক দিয়ে পানি পড়া, ক্লান্তি, হাঁচি, পিঠের নিচের দিকে ব্যথা, মাথাব্যথা, রাতে ঘাম ও পেশিতে ব্যথা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওমিক্রন ভাইরাসের সংস্পর্শে আসার দুই দিনের মধ্যে এই লক্ষণগুলো দেখা দিতে পারে। সিম্পটম ট্র্যাকার অ্যাপ জোয়ের বিজ্ঞানী প্রফেসর টিম স্পেক্টর জানিয়েছেন, ওমিক্রনের লক্ষণগুলো সর্দি-কাশির মতোই। তাই সর্দি-কাশির সমস্যায় ভুগলে আইসোলেশনে থাকুন ও কোভিড পরীক্ষা করুন।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
ওমিক্রন এক চেনা উদ্বেগ, করোনাভাইরাসের `ভয়াবহ` ভ্যারিয়েন্ট
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
হাইল হাওরের বাইক্কাবিলে পর্যটক আর পদ্মটুনার ভিডিও ভাইরাল
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর