স্বাস্থ্য ডেস্ক
আপডেট: ১৬:০০, ১৭ ফেব্রুয়ারি ২০২২
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগে বাপ্পী লাহিড়ীর মৃত্যু, জানুন লক্ষণ
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার বাপ্পী লাহিড়ী মারা গেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগের কারণে মারা গেছেন বাপ্পী লাহিড়ী। আমাদের মধ্যে অনেকেই এই রোগ সম্পর্কে জানেন না।
বাপ্পী লাহিড়ীর মৃত্যুর কারণ অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া জানার পর এই রোগ সম্পর্কে গুগলে উত্তর খুঁজতে শুরু করেন অনেকে। বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে গুগলে ট্রেন্ডিং হয়ে গেছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (Obstructive Sleep Apnea)।
আসুন জেনে নেওয়া যাক অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগ সম্পর্কে-
কী এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA)?
ডাক্তারি পরিভাষায় বিভিন্ন ধরনের স্লিপ অ্যাপনিয়া রয়েছে, তবে তারমধ্যে সবচেয়ে বেশি দেখা যায় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা ঘুমের সময় প্রশ্বাস-নিঃশ্বাস সংক্রান্ত একটি রোগ। এই রোগে কোনও মানুষ ঘুমানোর সময়ে তাঁর শ্বাসক্রিয়া অনিয়মিত হয়ে পড়ে। মানে শ্বাসক্রিয়া আচমকা বন্ধ হয়েও যায়।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গলার পেশি আমাদের মুখগহ্বরের টাকরা, আলজিহ্বা, জিহ্বা ও টনসিলকে ধরে রাখে। এখন OSA-তে আক্রান্ত ব্যক্তির গলার পেশি স্বাভাবিকের তুলনায় বেশি শিথিল হয়ে যায়। যারফলে শ্বাস নেওয়ার পথটি মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ঘুমের সময় আচমকা শ্বাসক্রিয়া সমস্যা দেখা দেয়।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগের লক্ষণ
• দিনের বেলা অত্যধিক ঘুম ঘুম ভাব
• ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস বন্ধ হওয়ায় হঠাৎ জেগে ওঠা
• হাঁপানি ও বা দম বন্ধ হয়ে যাওয়া
• যে কোনো কাজে মনোযোগের অভাব
• মেজাজ পরিবর্তন যেমন- বিষণ্নতা বা বিরক্তি
• উচ্চ রক্তচাপ
• লিবিডো কমে যাওয়া ইত্যাদি।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগের চিকিৎসা
আসলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসা নির্ভর করে কোন কারণে এটি ঘটছে তা নির্ণয়ের মাধ্যমে। সাধারণত নাক, কান ও গলার কোনো গঠনগত ত্রুটি থাকার কারণে এ সমস্যা হলে সেটির পুনর্গঠনমূলক অস্ত্রোপচার (রিকনস্ট্রাকটিভ সার্জারি) করান চিকিৎসকরা।
অনেকের আবার স্থূলতা বা অতিরিক্ত ওজনের কারণে স্লিপ অ্যাপনিয়া হয়। যা ওজন নিয়ন্ত্রণের মাধ্যমে সারানো সম্ভব। তবে স্লিপ অ্যাপনিয়ার সমস্যা হয়ে থাকলে তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে নিয়ন্ত্রণে রাখা যায়।
অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নিয়ে সতর্ক থাকতে হবে
অন্যান্য সমস্যার মতোই স্লিপ অ্যাপনিয়াও একটি রোগ। এতে মানসিকভাবে ভেঙে না পড়ে বরং সতর্ক থাকতে হবে। এই রোগে চিকিৎসা নিলে স্বাভাবিক জীবন যাপন করা যায়।
আর চিকিৎসা না নিলে রোগীর জীবনে নানা রকম জটিলতার সৃষ্টি হয়। এই রোগটি পুষে রাখলে স্লিপ অ্যাপনিয়া রোগীর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগসহ মস্তিষ্কে রক্তক্ষরণের (স্ট্রোক) ঝুঁকি বাড়ে।
আইনিউজ/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর