আইনিউজ ডেস্ক
করোনা ভাইরাসের নতুন নয়টি উপসর্গ
দুই বছরের তদবিরের পর অবশ্য করোনাভাইরাসের প্রধান উপসর্গের তালিকা পরিবর্তন হলো .... হুররে!
বিশ্ব যখন করোনা পরিস্থিতি থেকে স্থিতিশীল হওয়ার পথে ঠিক তখনই কোভিড উপসর্গের আনুষ্ঠানিক তালিকা নতুন নয়টি উপসর্গ যোগ করার হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা তাদের হালনাগাদ করা নির্দেশিকায় নতুন উপসর্গ হিসেবে গলা ব্যথা, মাংসপেশির ব্যথা ও ডায়রিয়ার উল্লেখ করেছে।
মহামারি দেখা দেয়ার দুই বছর পর এই উদ্যোগ নিলো সংস্থাটি। ক'দিন আগেই যুক্তরাজ্যে বিনামূল্যে করোনাভাইরাস পরীক্ষা বন্ধ করে দেয়া হয়েছে।
তবে এনএইচএস সতর্ক করে দিয়ে বলছে, নতুন উপসর্গের অনেকগুলোই ঠাণ্ডা ও ফ্লুর উপসর্গের সাথে 'একেবারে মিলে যায়'।
যুক্তরাজ্যে স্বীকৃত কোভিডের প্রাথমিক উপসর্গগুলো হচ্ছে:
- জ্বর
- টানা কাশি
- ঘ্রাণ ও স্বাদের লোপ
মহামারির প্রথম থেকেই একথা জানা যে, এই তিনটি হচ্ছে করোনাভাইরাসের একেবারেই প্রাথমিক উপসর্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য দেশের উপসর্গের তালিকা আরও দীর্ঘ।
যাই হোক, কারো করোনাভাইরাস পরীক্ষা করে দেখার জন্য আরও কোন উপসর্গ বিবেচনা করা হবে কি না, তা নিয়ে যুক্তরাজ্যে বিতর্ক রয়েছে।
মাথাব্যথাকে কোভিডের একটি উপসর্গ বলে মনে করা হয়। কিন্তু মাথাব্যথার কারণে নিশ্চয়ই সবার করোনাভাইরাস পরীক্ষা করে দেখা হবে না, কারণ আরও নানা কারণে মাথাব্যথা হতে পারে।
জ্বর, কাশি এবং গন্ধ ও স্বাদহীনতা উপসর্গ হিসেবে চূড়ান্ত, কারণ বেশিরভাগ কোভিড রোগীরই এই উপসর্গ থাকে।
কিন্তু এখন উপসর্গের তালিকায় যোগ করা হয়েছে আরও নয়টি:
- শ্বাসকষ্ট
- দুর্বলতা বা ক্লান্তি অনুভব করা
- গা ব্যথা
- মাথা ব্যথা
- গলা ব্যথা
- সর্দি অথবা নাক বন্ধ
- ক্ষুধামন্দা
- ডায়রিয়া
- বমি বমি ভাব অথবা বমি হওয়া
যুক্তরাজ্যে করোনাভাইরাস সংক্রমণে রেকর্ড হয়েছে। দেশটির ৪৯ লক্ষ মানুষ করোনাভাইরাস পজিটিভ হয়েছেন।
গত সপ্তাহেই ইংল্যান্ডের বেশিরভাগ মানুষের জন্য বিনামূল্যে পরীক্ষার সুবিধা প্রত্যাহার করা হয়েছে।
এনএইচএস বলছে, যাদের কোভিড উপসর্গ আছে এবং জ্বর আছে কিংবা এমন কোন উপসর্গ আছে যার কারণে কাজে যাওয়ার পরিস্থিতি নেই - তাদের বাড়িতে থাকা উচিত।
কিংস কলেজ লন্ডনের প্রফেসর টিম স্পেকটর উপসর্গের তালিকা দীর্ঘ করার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন।
তিনি বলছেন, "দুই বছরের তদবিরের পর অবশ্য করোনাভাইরাসের প্রধান উপসর্গের তালিকা পরিবর্তন হলো .... হুররে!"
আইনিউজ/এমজিএম
আইনিউজ ভিডিও
রোজার বাজারে ২ কেজি মাংসে ৪০০ গ্রাম কম দিলেন ব্যবসায়ী, ভোক্তা অধিদপ্তরের অভিযান
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর