আইনিউজ ডেস্ক
কিডনি অপারেশনে বের হলো ২০৬টি পাথর
ছয় মাস ধরে যন্ত্রণা সহ্য করছিলেন ৫৬ বছর বয়সী এক ব্যক্তি। ভারতের হয়দরাবাদের ওই ব্যক্তির কিডনি এক ঘণ্টা ধরে অপারেশন করে ২০৬টি পাথর বের করেছেন চিকিৎসকরা।
এনডিটিভি জানিয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলাঙ্গানার হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকরা কিহোল সার্জারির মাধ্যমে একজন রোগীর কিডনি থেকে ২০৬টি পাথর অপসারণ করে চমক লাগিয়ে দিয়েছেন।
রোগী বীরমল্ল রামলক্ষমাইয়া হায়দরাবাদের নালগোন্দার বাসিন্দা।
দীর্ঘদিন ধরে কোমরে ব্যথায় ভুগছিলেন তিনি। তীব্র যন্ত্রণা গরমের সময় তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরো বেড়ে যায় তার।
স্থানীয় চিকিৎসকের পরামর্শে ওষুধ খেয়ে সাময়িকভাবে যন্ত্রণা কমত তার। তবে এত দিন স্থায়ী কোনো সমাধান পাননি। তীব্র ব্যথা থাকার কারণে তিনি কোনো কাজও করতে পারছিলেন না।
একপর্যায়ে হায়দরাবাদের অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের চিকিৎসকদের কাছে যান বীরমল্ল। সেখানে শল্য চিকিৎসার পর চিকিৎসকদের চোখ কপালে ওঠে। তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান, কিডনিতে অসংখ্য পাথর রয়েছে। এক ঘণ্টার অপারেশনের পর তার কিডনি থেকে ২০৬টি পাথর বের করা হয়।
অ্যাওয়ার গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ডা. পুলা নবীন কুমার বলেন- সাময়িক অনুসন্ধান এবং আলট্রাসাউন্ড স্ক্যান থেকে বীরমল্ল রামলক্ষমাইয়ার কিডনিতে একাধিক পাথর রয়েছে বলে দেখা যায়। পরে সিটি কাব স্ক্যান করেও পাথর থাকার বিষয়ে নিশ্চিত হই আমরা।
তিনি আরো বলেন, রোগীর অবস্থা সংকটাপন্ন থাকায় তাৎক্ষণিক কিহোল সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন করে ওই রোগীর কিডনি থেকে পাথরগুলো বের করা হয়েছে। অপারেশনের পর বীরমল্লার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
সূত্র : এনডিটিভি।
আইনিউজ ভিডিও
সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ
শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী
অনুরাধা রায় ও তার শিক্ষার্থীদের কণ্ঠে মুগ্ধতা ছড়ানো ইসলামিক গজল
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
- জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কোনটি ভালো?
- দামী নাকি কমদামী কোন সিগারেটে ক্ষতি বেশি?
- ডিম ভাজি না সেদ্ধ, কোনটা বেশি উপকারী?
- প্রোটিন জাতীয় খাবার কোন খাদ্যে বেশি-কোন খাদ্যে কম?
- হার্টের ব্লক খোলার সবচেয়ে কার্যকরী উপায় রিং বা স্ট্যান্ট
- বডিবিল্ডিং: সাপ্লিমেন্টের গুরুত্ব এবং যেভাবে শুরু করবেন
- কানের ভেতর হঠাৎ পোকা বা কিছু ঢুকে গেলে
- ওসিডি কী? জেনে নিন লক্ষণ
- বাচ্চাদের গুড়াকৃমি প্রতিরোধে কী খাওয়াবেন?
- ফার্মেসি রাত ১২টায় বন্ধের সিদ্ধান্তে বিস্ময় স্বাস্থ্যমন্ত্রীর