Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ১৬ জুন ২০২৪
আপডেট: ১৩:৩৪, ১৬ জুন ২০২৪

শ্রীমঙ্গলে গর্ভকালীন নারীদের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখছেন ডা. রোকশানা ওয়াহিদ রাহী। ছবি: আই নিউজ

মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখছেন ডা. রোকশানা ওয়াহিদ রাহী। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অধ্যায় ইয়ুথ অর্গানাইজেশনের উদ্যোগে ‘গর্ভকালীন মায়ের সুস্থতায়, ঝুঁকি প্রতিরোধই মুখ্য উপায়’ গর্ভাবস্থায় করণীয় ও বর্জণীয় আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে ৩০ জন গর্ভকালীন নারীদের চিকিৎসাসেবা প্রদান করা হয়।

রোববার (১৬ জুন) বেলা ১২ টার দিকে উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগান নাট মন্দিরে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রোগী দেখেন ডা. রোকশানা ওয়াহিদ রাহী।

পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রসূতি ও স্ত্রী রোগ চিকিৎসক প্রভাষক ডা. রোকশানা ওয়াহিদ রাহী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা পরাগ বাড়ই, শ্রীমঙ্গল রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন, কোষাধ্যক্ষ সাংবাদিক রুপম আচার্য্য।

ক্যাম্পেইনে আরো উপস্থিত ছিলেন মিডওয়াইফ পুজা সেন, অধ্যায় সংগঠনের সদস্য রোহিত শর্মা, প্রজ্ঞা পারমিতা চৌধুরী, নীলাদ্রি এন্দ, শ্রেষ্ঠ শর্মা, বিশাল চক্রবর্তী, সুজন দেব, পংকজ বাড়ই, মঞ্জু লালা প্রমুখ।

আই নিউজ/আরএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়