তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৮, ২৯ মে ২০২০
আগামীকাল থেকে শুরু `নাসা স্পেস অ্যাপস কোভিড-১৯ চ্যালেঞ্জ`
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার করোনা নিয়ে এক বিশেষ ইভেন্ট। যার নাম `নাসা স্পেস অ্যাপস কোভিড-১৯ চ্যালেঞ্জ' ।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ) এবং জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) যৌথভাবে এই ভার্চুয়াল হ্যাকাথনের আয়োজন করেছে।
৪৮ ঘণ্টাব্যপী এই হ্যাকাথনে এবার অঞ্চলভিত্তিক ভাবে অনুষ্ঠিত হবে। এতে এশিয়া অঞ্চল থেকে অংশ নিচ্ছে ২১ শ প্রতিযোগী। তার মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৫৩০ জন।
বাংলাদেশ থেকে এই ইভেন্টের দেখভাল করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এবং বেসিস স্টুডেন্টস ফোরাম। তবে এবার ভার্চুয়াল মাধ্যমে নাসা আয়োজনটি সরাসরি তত্ত্বাবধান করায় বেসিস এ ক্ষেত্রে কেবল অংশগ্রহণকারীদের তথ্য সহায়তা করছে।
এর আগে প্রোগ্রামার, উদ্যোক্তা, বিজ্ঞানী, ডিজাইনার, স্টোরিটেলার, মেকার, বিল্ডারস, প্রযুক্তিবিদসহ সবাইকে স্পেস অ্যাপস কোভিড-১৯ চ্যালেঞ্জ ভার্চুয়াল গ্লোবাল হ্যাকাথনে অংশগ্রহণের আহবান জানায় নাসা। তারই ধারাবাহিকতায় বেসিসের পক্ষ থেকে এই আয়োজনে অংশ নেয়ার জন্য বাংলাদেশের শিক্ষার্থীদের আহবান জানানো হয়।
বেসিসের পরিচালক ও বেসিস স্টুডেন্টস ফোরামের আহবায়ক দিদারুল আলম সানি বলেন, চলমান মহামারিকে বিবেচনায় রেখে এবার চারটি বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এগুলো হলো- লোকাল রেসপন্স/চেঞ্জ অ্যান্ড সল্যুউশন, ইমপ্যাক্ট অব কোভিড-১৯ অন দ্য আর্থ সিস্টেম/আর্থ সিস্টেম রেসপন্স, লার্নিং অ্যাবাউট দ্য ভাইরাস অ্যান্ড ইটস স্প্রেড ইউজিং স্পেস-বেইজড ডাটা এবং ইকোনমিক অপরচুনিটি ইমপ্যাক্ট অ্যান্ড রিকোভারি ডিউরিং অ্যান্ড ফলোয়িং কোভিড-১৯।
যারা এই ব্যপারে আগ্রহীরা ইতিমধ্যেই https://covid19.spaceappschallenge.org ওয়েবসাইটে গিয়ে ভার্চুয়াল টিম গঠন করে এবং নাসার ওপেনসোর্স আর্থ অবজারভেশন ডাটার মাধ্যমে কোভিড-১৯ সম্পর্কিত চ্যালেঞ্জ সমাধানের উপায় উদ্ভাবনের প্রচেষ্টা চালাচ্ছে।
আইনিউজ/এসডিপি
তথ্য প্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
সর্বশেষ
জনপ্রিয়