তথ্য প্রযুক্তি
প্রকাশিত: ১১:১৪, ২৫ জুন ২০২০
যে ছবি সোশ্যাল মিডিয়ায় তুলল ঝড়
চুখের প্রথম পলকে দেখে বোঝার উপায় নেই এই ছবিটা কি। ভারতের ফরেস্ট সার্ভিসের কর্মকর্তা সুশান্ত নানাদা একটি ছবি শেয়ার করেছিলেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে।
ছবিটিতে দেখা যাচ্ছে মানুষের পায়ের আকৃতির মত একটা কিছুর উপর গাছের গুঁড়ি পড়ে রয়েছে।
এটা যে মানুষের পা নয়, তা দেখেই বোঝা যাচ্ছে। তাহলে এটা কী ? প্রশ্ন করেছিলেন সুশান্ত নানাদা। এর উত্তরে যে জবাবগুলো মিলেছে তা আসলেই চমকপ্রদ ও মজাদার।
ছবিটা দেখে অনেকেই ভিন্ন ভিন্ন মত প্রকাশ। একজন বলেন কোনও রাজনীতিকের? যার গ্যাংগ্রীণ হয়েছে। আরেক জন জবাব দিলেন এটি এমন একজনের পা, যার তখনই পেডিকিওর বা পায়ের যত্ন নেওয়া দরকার। এই প্রশ্নের উত্তর খোঁজে ইয়েতির এবং গোরিলার নাম উঠে এশেছে। অনেকে বলেছেন ছবিটি ফটোশপ করা হয়েছে।
তারপর ওই ফরেস্ট অফিসার আসল তথ্য সামনে আনেন।
তিনি বলেন, এটি মানুষ বা কোনও পশুর পা নয়। এটি একধরণের ছত্রাক। যার নাম জাইলারিয়া পলিমরফা। চলতি ভাষায় একে বলা হয় মৃত মানুষের পা বা ডেড ম্যানস ফিঙ্গার।
আইনিউজ/টিএ
তথ্য প্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
সর্বশেষ
জনপ্রিয়