তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৮, ২ জুলাই ২০২০
বিজ্ঞাপন সরিয়ে নিলেও ফেসবুক বদলাবে না: জাকারবার্গ
বিগত কয়েকদিন ধরে ফেসবুক থেকে বড় বড় কোম্পানি তাদের বিজ্ঞাপন সরিয়ে নিতে শুরু করেছে। ফলে কোম্পানিটির শেয়ারের দরপতন হয়েছে।
এরই প্রতিক্রিয়া হিসেবে কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, বিজ্ঞাপনদাতারা ফেসবুক বর্জনের ঘোষণা দিলেও সামাজিক যোগামাধ্যমটির কোনো পরিবর্তন হবে না বলে।
বুধবার(১ জুলাই) দ্য ইনফরমেশন এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে ভার্চুয়াল এক টাউন হল মিটিংয়ে এমন কথা বলেন জাকারবার্গ।
ঘৃণ্য বক্তব্য নিয়ে পাঁচশ'র বেশি বিজ্ঞাপনদাতা ফেসবুক প্ল্যাটফর্ম বর্জনের ঘোষণায় ওই মিটিংয়ে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
ফেসবুক প্রধান বলেন, ফেসবুক বর্জনের ঘোষণার সঙ্গে সম্মানের বিষয়টি জড়িত। ফেসবুকের আয়ের সামান্য অংশের ক্ষেত্রে এটি হুমকি হতে পারে।
যেসব বিজ্ঞাপনদাতারা ফেসবুক থেকে সরে গেছে, শিগগিরই তারা আবার ফ্ল্যাটফর্মটিতে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এর আগে বর্ণবাদের কারণে কোকা-কোলা, স্টারবাকস, ইউনিলিভার, ফোর্ড, ভেরিজনের মতো বড় প্রতিষ্ঠান গত সপ্তাহে ফেসবুক বর্জনের ঘোষণা দেয়।
গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৮.৩ শতাংশ পড়ে যায়। এতে কোম্পানিটির বাজারমূল্য কমে যায় ৫৬ বিলিয়ন ডলার। গত তিন মাসের মধ্যে ফেইসবুক শেয়ারের এতটা পতন ঘটেনি।
আইনিউজ/এসডিপি
তথ্য প্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
সর্বশেষ
জনপ্রিয়