নিজস্ব প্রতিবেদক
বজ্রপাত থেকে বাঁচাবে অ্যাপ ‘দামিনী’, সংকেত দেবে আগেই
ফাইল ছবি
প্রাণঘাতী বজ্রপাত থেকে বাঁচাতে পারে অ্যাপ ‘দামিনী’। মোবাইলে ইনস্টল থাকলে বজ্রপাতের ৩০ মিনিট আগেই সংকেত দেবে এটি।
ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষের প্রাণ বাঁচাতে অ্যান্ড্রয়েড অ্যাপটি তৈরি করেছে ভারতের পুণের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিয়োরোলজির (আইআইটিএম) বিজ্ঞানীরা।
দেশটির আবহাওয়াবিদ সঞ্জয় ভেলাবে জানান, নির্দিষ্ট জায়গায় বজ্রপাত হওয়ার আধা ঘণ্টা আগে এই অ্যাপ ব্যবহারকারীদের নোটিফিকেশন পাঠাবে।
গুগল প্লে-স্টোর থেকে বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করতে পারবেন। এরপর ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য জানাতে হবে। যেমন- নাম, ফোন নম্বর, এলাকা ইত্যাদি।
বজ্রপাত সাধারণত দুই ভাবে হয়। একটি হয় মেঘের মধ্যেই, অপরটি মেঘ থেকে একদম মাটি স্পর্শ করে যায়। দ্বিতীয়টিই প্রাণঘাতী। তবে বজ্রপাত মেঘের মধ্যেই হোক কিংবা মাটিতে এসে স্পর্শ করুক ‘দামিনী’ অ্যাপ সেই সমস্ত তথ্য আপনাকে আগেই দিয়ে দেবে।
চলতি বছর ভারতে সব থেকে বেশি মানুষ মারা গেছে বজ্রপাতে। বহু জায়গায় পর পর কয়েকদিন বজ্রপাত হয়েছে। প্রতি বছর ভারতে বজ্রপাতে মারা যান প্রায় দুই হাজার মানুষ। এই অ্যাপ তাই বজ্রপাতে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
সূত্র: জি নিউজ।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩