তথ্যপ্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০:০১, ১৯ জুলাই ২০২০
বিশ্বব্যাপী ২৫ কোটি মানুষ চাকরি হারাতে পারে: মাইক্রোসফট প্রেসিডেন্ট
করোনাভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি থমকে গেছে। এমন পরিস্থিতিতে চলতি বছর বিশ্বব্যাপী ২৫ কোটি মানুষ চাকরি হারাতে পারে। সম্প্রতি মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্রাড স্মিথ এমন আশঙ্কা প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, চাকরির ক্ষেত্রে বিশ্ব এখন এক বিস্ময়কর চ্যালেঞ্জের মুখে। লাখ লাখ মানুষকে চাকরি পেতে, এমনকি যে চাকরি আছে সেটির সঙ্গে তাল মেলাতে তাকে নতুন দক্ষতা অর্জন করতে হবে। শনিবার বিবিসি তাদের এক প্রতিবেদনের মাধ্যমে এই সকল তথ্য জানিয়েছে।
ব্রাড স্মিথ জানান, অর্থনীতিতে ব্যাপক গতিতে ডিজিটালাইজেশন হচ্ছে। অনেক দেশে বিশেষ করে উন্নয়নশীল বিশ্বে অনেক কাজ এখনো ডিজিটালাইজশনের আওতার বাইরে।
তিনি বলেন, এমন বিশ্বে আমরা বাস করি, যেখানে ইন্টারনেট সেবার সমতা নেই। এটি নিয়ে যদি আমরা কিছু না করে তাহলে অন্য সব অসমতাগুলো আরও বেড়ে যাবে। যা নিয়ে আমরা সবাই চিন্তিত।
এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এ বছর বিশ্বব্যাপী আড়াই কোটি মানুষকে দক্ষতা ও প্রশিক্ষণ দেওয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেছে মাইক্রোসফট।
মানুষকে প্রশিক্ষণ, দক্ষতা, সার্টিফিকেশন, এমনকি চাকরি খুঁজে পেতে সহায়তা করবে মার্কিন কোম্পানিটি। এই কাজে সহায়তা দিবে মাইক্রোসফটের মালিকানাধীন লিংকডইন।
ব্রাড স্মিথ বলেন, এর মাধ্যমে মাইক্রোসফট যদি আড়াই কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে, তবে আমরা ভাবব, আমরা আমাদের কাজটি করতে পেরেছি।
এই কর্মসূচি বাস্তবায়নে অলাভজনক সংস্থাগুলোকে তাদের সেবা বিনামূল্যে ব্যবহারের জন্য সর্বোচ্চ ২ কোটি ডলার অনুদান দেবে মাইক্রোসফট।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩