ডেস্ক নিউজ
প্রকাশিত: ১১:৪০, ২৪ জুলাই ২০২০
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অভিযোগ রাশিয়ার বিরুদ্ধে
রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে স্যাটেলাইটে লক্ষ্যবস্তু করতে পারে এমন ক্ষেপণাস্ত্র উটক্ষেপণের অভিযোগ এনেছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
বিবিসি জানায়, দেশ দুইটির দাবি মহাকাশে রাশিয়া ক্ষেপণাস্ত্র সদৃশ একটি প্রজেক্টাইল ছুড়েছে। এতে মহাকাশে নিরাপত্তার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তারা।
তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, মহাকাশে রাশিয়ার সরঞ্জমাদি পরীক্ষা করার জন্য নতুন প্রযুক্ত ব্যবহার করছে তারা।
বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক নিরাপত্তা এবং অস্ত্র বিস্তার রোধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড মস্কোর বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ আনেন।
তিনি সতর্ক করে বলেন, মহাকাশে অস্ত্র নিয়ন্ত্রণ সম্প্রসারিত করতে স্যাটেলাইট বিধ্বংসী এই প্রজেক্টাইল ছোড়া হয়েছে।
যুক্তরাজ্যের স্পেস ডাইরেক্টরেট প্রধান এয়ার ভাইস মার্শাল হার্ভে স্মিথ তার বিবৃতিতে জানান, তিনিও রাশিয়ার নতুন এই স্যাটেলাইট পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। তিনি এটিকে 'বিশেষায়িত অস্ত্র' হিসেবে আখ্যা দেন।
হার্ভে স্মিথ বলেন, এ জাতীয় পদক্ষেপ মহাকাশের শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে হুমকিস্বরূপ।
যুক্তরাষ্ট্র এর আগেও দেশটির নতুন স্যাটেলাইট কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে রাশিয়ার বিরুদ্ধে এ প্রথম এমন অভিযোগ আনল যুক্তরাজ্য।
রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং চীনসহ একশ'রও বেশি দেশ মহাকাশ কর্মকাণ্ড নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ যে, মহাকাশে সব গবেষণা চালাবে এবং সেটি হবে পুরোপুরি শান্তির উদ্দেশ্যে।
তবে ২০১৮ সালে এবং চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে, মার্কিন স্যাটেলাইটের কাছে চলে এসেছিল রাশিয়ার এন্টি-স্যাটেলাইট সিস্টেম। তখনও এমন উদ্বেগ ও সতর্কতা জানিয়েছিল মার্কিন কর্তৃপক্ষ।
তথ্য প্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
সর্বশেষ
জনপ্রিয়