তথ্যপ্রযুক্তি ডেস্ক
শত কোটিপতির ক্লাবে অ্যাপল নির্বাহী কুক
করোনা মহামারির মধ্যেও টেক জায়ান্ট অ্যাপলের শেয়ারের মূল্য বাড়ছে। ফলে সম্পদশালী হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক।
বিবিসি’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদ বাড়ার ফলে মার্কিন এই ব্যবসায়ীর নাম বিলিয়নিয়ারির ক্লাবে উঠে এসেছে।
গত সপ্তাহে অ্যাপল ইনকরপোরেশনের প্রতিটি শেয়ারের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ। তাতে ৪৪ বছরের প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ কোটি ডলার।
তাতে সম্পদের পরিমাণ বেড়েছে অ্যাপলের প্রধান নির্বাহী কুকের। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের হিসেব মতে তার সম্পত্তি ১০০ কোটি ডলার ছাড়িয়েছে। প্রতিষ্ঠানটিতে কুকের শেয়ারের সংখ্যা ৮ লাখ ৪৭ হাজার ৯৬৯টি। স্টিভ জবস প্রয়াত হওয়ার পর ২০১১ সালে অ্যাপলের দায়িত্বে আসেন কুক।
চলমান করোনাভাইরাস মহামারির মধ্যে বিশ্বজুড়ে অধিকাংশ ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের পতন ঘটলেও আয় বাড়ছে অ্যাপল, ফেসবুক ও অ্যামাজনের মতো টেক জায়ান্টগুলোর।
গত মাসে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার ছাড়ায়।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩