তথ্যপ্রযুক্তি ডেস্ক
সিঙ্গাপুরে জুমের নতুন ডাটা সেন্টার চালু
দক্ষিণ এশিয়াতে প্রথমবারের মত সিঙ্গাপুরে নতুন ডাটা সেন্টার চালু করেছে ভিডিও কমিউনিকেশন অ্যাপ জুম। মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছে জুম।
করোনা ভাইরাসের মহামারির সময়কালে সময়োপযোগী ফিচার নিয়ে আসে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। বিশ্বজুড়ে লকডাউনে ঘরে বসে দাপ্তরিক কাজ সম্পাদনে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে অ্যাপটি।
জুমের আন্তর্জাতিক শাখার মহাপরিচালক এইব স্মিথ জানান, সিঙ্গাপুরে নবনির্মিত এই ডাটা সেন্টারে বিস্তর পরিসরে কর্মী নিয়োগের পরিকল্পনা করছেন তারা। সাধারণ কর্মীসহ ইঞ্জিনিয়ার এবং সেলস স্টাফ নিয়োগ দেওয়া হবে।
এ বছরের শুরুতে জুমের নিরাপত্তা গবেষকরা লক্ষ্য করেন জুমের কলগুলো তাদের চীনা সার্ভার দিয়ে রিরাউট হচ্ছে, যদিও কলগুলো চীনের বাইরের সার্ভার থেকে করা।
প্রতিষ্ঠানটি জানায়, সিঙ্গাপুরে ডাটা সেন্টারটি “সময়ের প্রয়োজনে” নির্মাণ করা হয়েছে। চীনের মূল ডাটা সেন্টার থেকে দেশটির বাইরের গ্রাহকদের সকল তথ্য সরিয়ে নেওয়া হয়েছে।
স্মিথ জানান, চলতি বছরের জানুয়ারির পর থেকে সিঙ্গাপুরে জুমের ফ্রি সেবা গ্রাহকদের পরিমাণ আগে থেকে ৬৫ ধাপ বেড়ে গেছে। যা কিনা জুমের পেইড ভার্সনের গ্রাহকদের থেকেও ৩ গুন বেশি।
এ বছরের মার্চের পর থেকে সিঙ্গাপুরের চার’শরও বেশি স্কুলে ব্যবহার হচ্ছে এই অ্যাপ, দাবি করেন স্মিথ।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩