তথ্য প্রযুক্তি ডেস্ক
পৃথিবীর ধার ঘেঁষে গেল গ্রহাণু, ভাঙল সব রেকর্ড
নাসা জানাল, পৃথিবীর কাছ ঘেঁষে বেরিয়ে গেল ২০ ফুটের গ্রহাণু, উড়ে গেছে ভারত মহাসাগরের উপর দিয়ে। সব রেকর্ড ভাঙল। পৃথিবীর এত কাছাকাছি কোনও গ্রহাণু আসেনি।
গত কয়েকমাসে অনেক গ্রহাণুই পৃথিবীর ধারপাশ দিয়ে চলে গেছে। তবে এই গ্রহাণু ব্যতিক্রম। পরিধি ১০-২০ ফুট। অন্যান্য গ্রহাণু থেকে আকারে-আয়তনে কিছুটা কম ঠিকই, তবে এই গ্রহাণুর গতিবেগ ছিল বেশি।
নাসার সেন্টার ফর নিয়ার আর্থ অবজেক্ট স্টাডিজের ডিরেক্টর পল চোডাস জানিয়েছেন, পৃথিবীর কক্ষের সঙ্গে ৪৫ ডিগ্রি হেলে গিয়েছিল এই গ্রহাণুর গতিপথ। তাই কাছাকাছি এলেও পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘাত হয়নি। এর গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ৮ মাইল (১২.৩ কিলোমিটার/সেকেন্ড)। মহাকাশবিজ্ঞানীদের দাবি, গত কয়েকবছরে পৃথিবীর এত কাছাকাছি কোনও গ্রহাণুকে চলে আসতে দেখা যায়নি।
নাসার জেট প্রপালসন ল্যাবরেটরি (জেপিএল) জানিয়েছে নিয়ার-আর্থ অবজেক্টের মধ্যে গ্রহাণু ২০২০ কিউজি (2020 QG) পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে এসেছিল। পৃথিবীর ধার ঘেঁষে বেরিয়ে যাওয়ার সময় তার দূরত্ব ছিল ২৯৫০ কিলোমিটার (১৮৩০ মাইল)। নাসা জানিয়েছে, ভারত মহাসাগরের উপর দিয়ে উড়ে গেছে এই গ্রহাণু।
ধূমকেতু বা গ্রহাণুর মতো মহাজাগতিক বস্তুরা পৃথিবীর কাছাকাছি চলে এলে বায়ুমণ্ডলের সঙ্গে ঘাতপ্রতিঘাত হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষত পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে গ্রহাণুর টক্কর হলে বায়ুর কণার সঙ্গে ঘর্ষণে তাতে আগুন ধরে যায়। অনেক ক্ষেত্রেই গ্রহাণু থেকে ছিটকে বের হওয়া অংশ পৃথিবীতে এসে পড়ে। নাসার বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণুও সেই পর্যায়ে চলে গিয়েছিল। তবে পৃথিবীর বায়ুস্তরের সঙ্গে সংঘাত হয়নি।
আইনিইউজ/টিএ
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩