তথ্যপ্রযুক্তি ডেস্ক
টিকটকের প্রধান নির্বাহীর দায়িত্বে ভেনেসা পাপাস
টিকটকের শীর্ষ পদ অর্থাৎ প্রধান নির্বাহী অফিসার হিসেবে অন্তর্বর্তী চুক্তিতে দায়িত্ব গ্রহণ করেছেন অস্ট্রেলিয়ান প্রযুক্তিবিদ ভেনেসা পাপাস। এর আগে বৃহস্পতিবার অ্যাপটির দায়িত্ব থেকে সরে দাঁড়ান কেভিন মেয়ার।
পাপাস আগে ইউটিউবের এক্সিকিউটিভ হিসেবে কাজ করেছেন। টিকটকে যুক্তরাষ্ট্রের জেনারেল ম্যানেজার হিসেবেও সাফল্য দেখান তিনি।
পাপাস দায়িত্ব নেয়ার পর বলেছেন, ‘আমাদের বৈশ্বিক কমিউনিটি খুব শক্তিশালী এবং প্রাণবন্ত। প্রতিদিন মানুষের যে ক্রিয়েটিভিটি দেখি, তাতে উৎসাহ পাই। টিকটকের ভবিষ্যৎ উজ্জ্বল।’
পাপাস কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। ২০ বছর বয়স পর্যন্ত অস্ট্রেলিয়াতেই ছিলেন। সেখান থেকে চলে যান লন্ডন।
এদিকে আমেরিকায় টিকটক নিষিদ্ধের তোড়জোড় শুরু হওয়ায় বাইটড্যান্স বেশ চাপে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি টিকটকের বিরুদ্ধে নির্বাহী আদেশে সই করেন। আদেশে জানান, সেপ্টেম্বরের ভেতর চীনা কোম্পানি বাইটড্যান্সকে তাদের টিকটক অ্যাপের ইউএস ভার্সন হয় বিক্রি করতে হবে, না হয় ব্যবসা গুটিয়ে ফেলতে হবে। পরে সময়সীমা বাড়িয়ে ১২ নভেম্বর পর্যন্ত করেন। এমন পরিস্থিতে দায়িত্ব ছাড়েন মেয়ার।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩