তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৭:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২০
ফেসবুকে এলো নতুন ফিচার ‘অ্যাভাটার’
টাইটানিক খ্যাত হলিউড পরিচালক জেমস ক্যামেরনের থ্রি-ডি মুভি ‘অ্যাভাটার’ এর কথা মনে আছে? চলচ্চিত্রটির নামেই নতুন ফিচার এনেছে ফেসবুক। এটির কাজ হলো অ্যানিমেটেড ছবি তৈরি করা।
ফেসবুকের যে কোনো ব্যবহারকারী চাইলে এ ফিচার দিয়ে নিজের অ্যানিমেটেড অ্যাভাটার বা চরিত্র তৈরি করতে পারবেন। ব্যবহারকারীরা একটি চরিত্র ডিজাইন করার জন্য কয়েকটি মুখ এবং আউটফিটের বিকল্প পাবেন। ব্যবহারকারীরা এ ফিচারে পাবেন নানা রকমের চুলের স্টাইল, মুখের শেপ এবং দারুণ দারুণ ড্রেসের বিকল্প।
অ্যাভাটার ব্যবহার করবেন যেভাবে–
* প্রথমেই আপনার ফেসবুক অ্যাপটি আপডেট করে নিন।
* এবার অ্যাপের ডানপাশের মেন্যু অপশনে ক্লিক করে see more অপশনে যান।
* এবার Avatars অপশনে ক্লিক করতে হবে।
* এবার অ্যাভাটার ক্লিক করলে নতুন পেজ খুলে যাবে। এখানে অ্যাভাটার অপশনে ক্লিক করে নিজের পছন্দ মতো কার্টুন ফেস বেছে নিতে পারবেন। তার চোখ, নাক, ঠোঁট, চুল, ভ্রু, গোঁফ- সবই নিজের ইচ্ছে মতো সাজিয়ে নেয়া যাবে।
* ব্যবহারকারী চাইলে নিজের পছন্দের পোশাকও বেছে নিতে পারবে।
* অ্যাভাটার প্রস্তুত হয়ে গেলে নিজের তৈরি অ্যাভাটারটি প্রোফাইল ছবি হিসেবেও ব্যবহার করা যাবে।
আইনিউজ/এসপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩