তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০:২০, ৮ অক্টোবর ২০২০
বদলে যাচ্ছে জিমেইলের লোগো
সংগৃহীত
লাল খামের আইকনিক লোগোতে পরিবর্তন আনছে গুগল। নতুন লোগোটি দেখতে ঠিক আগের মতোই ‘এম’ আকারের। তবে তাতে থাকছে প্রতিষ্ঠানটির কোর ব্র্যান্ড কালার্স মানে নীল, লাল, হলুদ এবং সবুজের সংমিশ্রণ।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গুগল ম্যাপস, গুগল ফটোস, গুগল ক্রোম এবং অন্যান্য গুগল প্রোডাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সবচেয়ে বড় ই-মেইল পরিষেবাটির নতুন লোগোটি করা হয়েছে।
কিছুদিন আগেই ইউজারদের একটি রিসার্চ থেকে গুগল জানতে পারে যে, অনেকেই পছন্দ করছিলেন না সেই লাল রঙের খাম আকারের লোগো। আর তারপরই নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয় সার্চ ইঞ্জিন জায়ান্ট।
লোগোর আকার মানে সেই এম আকৃতি নিয়ে ইউজারদের কোনও আপত্তি নেই! তবে লোগো হিসেবে তাদের কাছে এটি পুরোনো ঠেকছে। এরপরেই গুগল সিদ্ধান্ত নেয় যে, গিমেইলের লোগোর আকার ঠিক রেখে রঙ পরিবর্তন করে নতুনভাবে সাজানো হবে।
নতুন লোগোতে অনেকটাই লালের ছোঁয়া থাকছে। তবে এম আকারের লোগোতে হলুদ, নীল এবং সবুজ রংও মাখানো হয়েছে।
যদিও নতুন এই লোগো নিয়ে সমালোচনাও এসেছে। অনেকেই সোজা প্রশ্ন ছুড়ে দিয়ে বলছেন যে, ‘কী লাভ হল এই নতুন লোগো করে?’
অনেকে আবার বলছেন, ‘ইউজারদের যেখানে লাল রঙের সেই লোগো নিয়ে আপত্তি ছিল, সেই জায়গা এমনই এক লোগো নিয়ে আসা হল যে, তাদের এখন বুঝতেই অসুবিধা হচ্ছে, কোনটা জিমেইল আর কোনটাই বা গুগল ম্যাপস বা গুগল ফটোস অথবা ক্রোম!’
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩