তথ্য প্রযুক্তি ডেস্ক
শস্য যাচাইকারী রোবট আনল অ্যালফাবেট
ছবি- অ্যালফাবেট
শস্য চাষ যাচাই করতে প্রোটোটাইপ রোবট প্রকাশ্যে আনল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। শস্য চাষে কৃষকদের সহায়তা করবে এ রোবট।
বিবিসি জানায়, দুই পাশে উঁচু পিলারের ওপর ভর করে শস্য গাছের ওপর দিয়ে ফসলের মাঠে বিচরণ করবে এই রোবট। ফলে গাছের কোনো ক্ষতি হবে না।
শস্য কীভাবে বাড়ছে সে বিষয়ে প্রচুর তথ্য জোগাড় করাই এই রোবটের লক্ষ্য।
শস্য গণনার পাশাপাশি গাছের উচ্চতা, পাতা এবং ফলের আকারের মতো তথ্য মজুত করতে পারবে এটি।
একটি ব্লগ পোস্টে প্রকল্প প্রধান এলিয়ট গ্র্যান্ট বলেন, ‘আমরা আশা করছি আরও ভালো সরঞ্জাম কৃষি শিল্পে পরিবর্তন আনতে সহায়তা করবে।’
তিনি বলেন, ‘যদি প্রতিটি গাছকে পর্যবেক্ষণ করা সম্ভব হয় এবং তাদের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা যায় তাহলে কেমন হয়?’
রোবটের নির্মাতা দল জানায়, তাদের মূল লক্ষ্য বিশ্বে খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা এবং টেকসই খাদ্য উৎপাদনের বিষয়টি চিহ্নিত করা। এ ক্ষেত্রে বর্তমান সরঞ্জামগুলো কৃষককে প্রয়োজনীয় তথ্য দিতে পারে না।
অ্যালফাবেট বলছে, রোবটটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে সেটি বুঝতে পারে গাছগুলো কীভাবে বাড়ছে এবং পরিবেশের সঙ্গে সাড়া দিচ্ছে।
প্রজেক্ট মিনারেল নামে পরিচিত একটি প্রজেক্টের অধীনে এ রোবট এনেছে অ্যালফাবেট। আর্জেন্টিনা, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্রের ব্রিডার এবং কৃষকদের সঙ্গে কাজ করছে প্রজেক্টটি।
তবে কখন বাণিজ্যিকভাবে এ রোবট বাজারে ছাড়া হবে সে বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি কোম্পানিটি।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩