তথ্য প্রযুক্তি ডেস্ক
ইসলামবিদ্বেষ রুখতে জাকারবার্গকে চিঠি ইমরানের
ফাইল ছবি
ফেসবুকে ইসলামোফোবিয়া এবং ইসলামবিদ্বেষ নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমটিকে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন ইমরানের চিঠিটি প্রকাশ করেছে। তিনি ফেসবুকের প্রধান মার্ক জাকারবার্গ বরাবর এ চিঠি লেখেন ।
জাকারবার্গকে পাকিস্তানের প্রধানমন্ত্রী লেখেন, ‘আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে লিখছি যে, ক্রমবর্ধমান ইসলামোফোবিয়া বিশ্বজুড়ে ঘৃণ্য, চরমপন্থা এবং সহিংসতাকে উৎসাহিত করছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে।’
ইমরান বলেন, ‘হলোকাস্ট প্রশ্নে বা এর সমালোচনা নিষিদ্ধ করতে আপনার নেয়া পদক্ষেপের আমি প্রশংসা করি। জার্মানিতে নাৎসিদের দ্বারা ইহুদিদের এ গণহত্যা শুরু হয় এবং ইউরোপ জুড়ে সেটি ছড়িয়ে দেয়া হয়।’
তিনি বলেন, ‘আজ আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন অংশে মুসলিমরা একই আচরণের শিকার হচ্ছে। ভারতে মুসলিমদের হত্যার উদ্দেশে এনআরসি এবং সিএএর মতো মুসলিম বিরোধী আইন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণের জন্য মুসলিমদের দায়ী করে জঘন্যভাবে ইসলামোফোবিয়ার প্রতিফলন দেখা গেছে। ফ্রান্সে ইসলামকে সন্ত্রাসবাদ হিসেবে দেখা হচ্ছে এবং ইসলাম ও আমাদের নবী (সা.)-কে নিয়ে ব্লাসফেমি কার্টুন প্রকাশের অনুমতি দেয়া হয়েছে।’
ফেসবুক প্রধানের উদ্দেশে ইমরান লেখেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে মুসলমানদের বিরুদ্ধে চরম কুৎসা রটনা এবং অপমান করা হচ্ছে। আমি আপনাকে অনুরোধ করব, হলোকাস্ট নিয়ে যে পদক্ষেপ নিয়েছিল ফেসবুক, একই ধরনের নিষেধাজ্ঞা যেন ইসলামোফোবিয়া এবং ইসলামের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো রুখতে নেয়া হয়।’
এর আগে মুসলিম ও ইসলাম বিদ্বেষ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর কঠোর সমালোচনা করেন ইমরান খান। তার দাবি, মহানবী (সা.)-এর কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ম্যাঁখো ইচ্ছা করেই বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করছেন।
মহানবী (সা.)-এর ব্যঙ্গাত্মক কার্টুন নিয়ে আলোচনা করায় ফ্রান্সে এক শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গোটা দেশে ক্ষোভ দেখা দেয়। যার জেরে একটি মসজিদ বন্ধ করে দেয় ফ্রান্স সরকার। এ ছাড়া প্যারিসে হিজাব পরিহিত দুই নারীও ছুরিকাঘাত হন।
এসবের মাঝে যেন ইসলাম ও মুসলিমদের প্রতি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন ম্যাখোঁ। ধৃষ্টতার সঙ্গে জানান, ফ্রান্স নবী মুহাম্মদের ব্যঙ্গাত্মক কার্টুন বন্ধ করবে না।
এ ব্যাপারে ইমরান খান নিজের টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘প্রেসিডেন্ট ম্যাখোঁ পরিষ্কারভাবে কিছু না জেনেই ইসলাম ও আমাদের নবী হজরত মুহাম্মদকে উদ্দেশ করে ধর্ম অবমাননা কার্টুন প্রদর্শনে উৎসাহ দেওয়ার মাধ্যমে ইউরোপ ও বিশ্বজুড়ে লাখ লাখ মুসলমানের অনুভূতিতে আঘাত করছেন।’
তিনি আরও বলেন, ‘এটা দুর্ভাগ্য যে, যারা সহিংসতা ছড়ায় সেইসব মুসলিম, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী বা নাৎসি আদর্শবাদীদের পরিবর্তে তিনি ইসলাম ধর্মকে আক্রমণ করে ইসলাম ভীতি ছাড়ানোয় উৎসাহ দিচ্ছেন। এটা দুঃখজনক যে, প্রেসিডেন্ট ম্যাঁখো তার নিজের জনগণসহ মুসলিমদের ইচ্ছা করে উসকে দেওয়ার পথ বেছে নিয়েছেন।’
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩