তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৬:৫৯, ১৪ নভেম্বর ২০২০
নিষেধাজ্ঞা স্থগিত, সুযোগ পেল টিকটক
ফাইল ছবি
যুক্তরাষ্ট্রে টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কথা ছিল ১২ নভেম্বরের মধ্যেই। কিন্তু টিকটকের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
ট্রাম্প প্রশাসনের আদেশ অনুযায়ী, বাইটড্যান্সের কার্যক্রম কোনো মার্কিন প্রতিষ্ঠান অধিগ্রহণ না করলে বৃহস্পতিবার রাতেই যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। ওই নিষেধাজ্ঞা কার্যকর হলে মার্কিন গ্রাহকরা অ্যাপটি আর ডাউনলোড করতে পারতেন না।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ফিলাডেলফিয়ার এক আদালতের রায়ের কথা উল্লেখ করে ‘আরো আইনি পদক্ষেপ নিতে’ নিষেধাজ্ঞায় বিলম্ব করেছে বাণিজ্য মন্ত্রণালয়।
টিকটক প্লাটফর্মটি যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। দেশটিতে প্রায় ১০ কোটি গ্রাহক রয়েছে। টিকটককে মার্কিন কার্যক্রম চালানোর অনুমোদন দেয়া উচিত বলে সেপ্টেম্বরে আদালতে দাবি জানিয়েছিলেন তিন টিকটক গ্রাহক। বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত তাদের জন্য কিছুটা স্বস্তিই নিয়ে আসবে।
টিকটক দাবি করছে, নিরাপত্তা উদ্বেগের কারণে এই আদেশ মানতে আগস্ট থেকেই কাজ করছে প্রতিষ্ঠানটি। দুই মাসে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া আসেনি বলেও প্রতিষ্ঠানের বরাত দিয়ে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। তবে ট্রাম্প প্রশাসনের দেয়া মূল আদেশ নিয়ে আদালতের রায়ের অপেক্ষা করছে টিকটক।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩