তথ্য প্রযুক্তি ডেস্ক
ইউজারদের জন্য নতুন নীতি আনছে হোয়াটসঅ্যাপ
ফাইল ছবি
বছরে একাধিকবার ভিন্ন ফিচার নিয়ে আসে ফেসবুকের মালিকাধীন হোয়াটসঅ্যাপ। এবার জানা গেলো, নতুন বছরেও বড় পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপটি। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে টার্মস অব সার্ভিস বদলাতে চলেছে এ মেসেজিং অ্যাপ।
জানা গেছে, খুব শিগগিরই ইন-অ্যাপের মাধ্যমে ইউজারদের জানাবে হোয়াটসঅ্যাপ। আর যে সব ইউজারেরা অ্যাপটির নতুন নীতি মানতে পারবেন না, তাদের অ্যাকাউন্ট ডিলিট করতে হবে।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ইতিমধ্যেই মেসেজিং অ্যাপটির টার্মস অব সার্ভিস এবং প্রাইভেসি পলিসি রয়েছে। ইউজারের ডেটা এবং বিভিন্ন তথ্য সুরক্ষায় এসব নীতি।
তবে এ প্রথমবার টার্মস অব সার্ভিসের আপডেট নিয়ে গ্রাহকদের সতর্ক করল হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, Agree-অপশনে ক্লিক করলেই আপনি নতুন টার্মস মেনে নেবেন, যা প্রয়োগ হবে ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি থেকে। এই দিনের পর থেকে আপনাকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপের নতুন টার্মস মানতে হবে। আর যদি আপনি তা না মানেন, তাহলে অ্যাকাউন্টটি ডিলিট করে দিতে পারেন।'
কোনও ইউজার যদি নতুন টার্মস অব সার্ভিস না মানেন, তাহলে নিজেকেই ওই অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। না হলে হোয়াটসঅ্যাপই সেই অ্যাকাউন্ট ডিলিট করে দেবে।
ইন-অ্যাপ ব্যানারের সাহায্যেই ইউজারদের নতুন এই টার্মস অব সার্ভিস সম্পর্কে সজাগ করা হবে। নতুন ফিচার যোগ করলে বা পুরোনো ফিচারে কোনও পরিবর্তন আসলে তাও ইন-অ্যাপের মাধ্যমেই জানাবে হোয়াটসঅ্যাপ।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩