নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৫২, ১০ ডিসেম্বর ২০২০
ফেসবুক মেসেঞ্জারে ভোগান্তি
ফাইল ছবি
চলতি বছরে বেশ কয়েকবার সমস্যা দেখা দিয়েছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ম্যাসেজিং অ্যাপ মেসেঞ্জারে। তারই ধারাবাহিকতায় আজ আবারও বিশ্বব্যাপী বিকাল থেকেই বিভ্রাট দেখা দিয়েছে ফেসবুকের মেসেঞ্জারে।
বৃহস্পতিবার বিকেল থেকে মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাব সকল মাধ্যমেই মেসেঞ্জার ব্যবহারকারীরা ঠিকমতো মেসেজ-বার্তা আদান-প্রদান করতে পারছেন না। সমস্যা হচ্ছে ছবি আদান-প্রদানেও।
সমস্যা বেশি হচ্ছে ইউরোপের দেশগুলোতে। ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আসছে বেশি অভিযোগ। বাংলাদেশের ব্যবহারকারীরাও অভিযোগ করছেন।
আইটি এক্সপার্ট জাফরিন জানিয়েছেন, চলতি বছর এর আগেও ফেসবুকে কয়েকবার সমস্যা দেখা দিয়েছে। প্রতিবারই ফেইসবুক কয়েক ঘণ্টার ভেতর সেসব সমাধান করতে সক্ষম হয়েছে। কিন্তু এবার ২ ঘণ্টার অধিক সময় ধরে সমস্যা করছে। ধারণা করা হচ্ছে একটু সময় লাগবে।
অনলাইন সার্ভিসগুলোর সার্ভারের বর্তমান অবস্থা প্রদর্শনকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর বলছে, ব্রিটেনে প্রতি মিনিটে সর্বোচ্চ ২ হাজার ৪০০ ব্যবহারকারী এ বিষয়ে অভিযোগ করছেন। মেসেঞ্জারের মাধ্যমে মেসেজিং, কল কিংবা ছবি আদান-প্রদানে অসুবিধার মুখে পড়তে হচ্ছে তাদেরকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। অভিযোগের স্ট্যাটাসে টুইটার রীতিমতো সয়লাব হয়ে গেছে।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩