আন্তর্জাতিক ডেস্ক
গুপ্তচরবৃত্তি করছে বাংলাদেশি দুই হ্যাকিং গ্রুপ: ফেসবুক
সংগৃহীত ছবি
বাংলাদেশের দুইটি হ্যাকিং গ্রুপ গুপ্তচরবৃত্তি করছে বলে জানিয়েছে ফেসবুক। হ্যাকিং গ্রুপ দুইটি হচ্ছে ডন’স টিম (ডিফেন্স অব নেশন) এবং ক্রাইম রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন (ক্র্যাফ)।
ইউজারদেরও এ ব্যাপারে সতর্ক করে ফেসবুক জানায়, তারা যাতে সন্দেহজনক কোনো ওয়েব লিংক ক্লিক না করে এবং অজানা সোর্স থেকে আসা কোনো সফটওয়্যার নামানো থেকে বিরত থাকে।
বাংলাদেশের এই দুইটি ও ভিয়েতনামের একটি সহ মোট তিনটি হ্যাকিং গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সামাজিক গণমাধ্যমের এ প্রতিষ্ঠানটি।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাতটায় ফেসবুকের নিউজরুমে এ তথ্য প্রকাশ করা হয়।
হ্যাকিং গ্রুপগুলোর বিরুদ্ধে ফেসবুকের নেটওয়ার্কের অপব্যবহার, ব্যবহারকারীদের অ্যাকাউন্ট হ্যাক করে সেগুলোর মাধ্যমে আপত্তিকর, উসকানিমূলক, রাষ্ট্রবিরোধী পোস্ট দেওয়া এবং ক্ষতিকর ম্যালওয়্যার ছড়ানোর প্রমাণ পেয়েছে ফেসবুকের ইন্টেলিজেন্স দল।
বাংলাদেশি হ্যাকিং গ্রুপ ডন’স টিম এবং ক্র্যাফের একসঙ্গে হয়েও কাজ করার প্রমাণ পেয়েছে ফেসবুকের অনুসন্ধানী টিম।
ফেসবুকের হেড অব সিকিউরিটি পলিসি নাথানিয়েল গ্লেইসার এবং সাইবার থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজার মাইক ডিভ্লিয়ানস্কির লিখিত এক বার্তায় বলা হয়, বাংলাদেশির হ্যাকিং গ্রুপ দুইটির লক্ষ্যবস্তু হচ্ছেন স্থানীয় অ্যাকটিভিস্ট, সাংবাদিক ও সংখ্যালঘু ব্যক্তিরা, যাদের মধ্যে অনেক প্রবাসীও আছেন।
ওই বার্তায় বলা হয়, এই গ্রুপগুলো সাইবার গুপ্তচরবৃত্তি করছে। এরা ফেসবুকের ব্যবহারকারীর অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ নেওয়ার মতো কাজ করছে এবং অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য হাতিয়ে নিচ্ছে।
‘ফেসবুকের দ্বিস্তরের নিশ্চিতকরণ পদ্ধতির নিরাপত্তা ব্যবহার করেও অ্যাকাউন্ট বা পেজের মালিক তা পুনরুদ্ধার করতে পারেন না। কারণ অ্যাকাউন্ট বা পেজ পুনরুদ্ধার ব্যবস্থাতেও হামলা চালায় হ্যাকাররা। ফলে সেগুলো আর ফিরে পাওয়া যায় না।’
এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ও ভিয়েতনামের গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেসবুক। এরইমধ্যে তাদের অ্যাকাউন্ট, পেজ সামাজিক যোগাযোগমাধ্যমটি থেকে অপসারণ করা হয়েছে।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩