তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২৩:১৪, ১৪ ডিসেম্বর ২০২০
এক ঘণ্টা পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে গুগল
ফাইল ছবি
বিশ্বজুড়ে ভেঙে পড়েছিল জিমেইল, ইউটিউবসহ গুগলের প্রায় সব সেবা। তবে এক ঘণ্টা পর আবার স্বাভাবিক অবস্থায় ফেরে টেক জায়ান্টটি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার গুগলের সেবা পেতে সমস্যা হচ্ছিল লাখ লাখ ইউজারের। ইউটিউব, জিমেইল, অ্যান্ড্রয়েড প্লে স্টোর, গুগল ড্রাইভসহ প্রায় সব সেবাতে ঢুকতে পারছিলেন না তারা।
বাংলাদেশে সন্ধ্যার পর এ সমস্যার মুখে পড়েন ইউজাররা। তবে ঘণ্টাখানেক পরে ঠিক হয়ে যায়।
অনলাইন প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টর জানায়, এদিন গুগলের প্রায় সব সেবাই ব্যাহত হয়েছে। গুগল ডকসে ঢুকতে গিয়ে ইউজারেরা মেসেজ পাচ্ছিলেন, অনুগ্রহ করে পেজটি রিলোড করার চেষ্টা করুন অথবা কিছুক্ষণ পরে পেজটি আবার খোলার চেষ্টা করুন।'
অন্যদিকে কেউ ইউটিউব খোলার চেষ্টা করলে দেখা যাচ্ছিল, ‘সামথিং ওয়েন্ট রং।’ আর তার সঙ্গেই দেখানো হচ্ছিল একটি সার্চ বারও।
আবার কোনও ইউজার জিমেইল অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে তাকে দেখানো হচ্ছিল, ‘আমরা দুঃখিত। তবে আপনার অ্যাকাউন্টটিতে অস্থায়ীভাবে প্রবেশযোগ্য নয়। এমনতর অসুবিধা সৃষ্টি হওয়ার জন্য আমরা ক্ষমাপ্রার্থী এবং কয়েক মিনিট পরে আপনারা আবার চেষ্টা করুন।’
বিশ্বব্যাপী কমপক্ষে ৫৪ শতাংশ ইউজার এদিন জানিয়েছেন যে, তারা এক ঘণ্টারও বেশি সময় ধরে ইউটিউব অ্যাকসেস করতে পারেননি। আবার ৪২ শতাংশ ইউজার বলেছেন, তারা ইউটিউব থেকে কোনও ভিডিও দেখতে পাচ্ছিলেন না। ৩ শতাংশ ইউজার জানান, তারা ইউটিউবে লগ ইন করতে পারছিলেন না।
অন্য দিকে ৭৫ শতাংশ জিমেইল ইউজার লগইন করতে পারেননি, ১৫ শতাংশের বেশি মানুষ ওয়েবসাইটে ঢুকতেই পারেননি এবং ৮ শতাংশের কাছে কোনও ইমেল বা মেসেজ কিছুই আসছিল না।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩