তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৩:১৩, ১৬ জানুয়ারি ২০২১
নতুন পলিসি নিয়ে আতঙ্কিত হবেন না: হোয়াটসঅ্যাপ
ফাইল ছবি
সম্প্রতি হোয়াটসঅ্যাপ খোলামাত্র ফোনে পপ-আপ করে আসে একটি মেসেজ। সেখানে বলা হয়েছে, একগুচ্ছ পরিবর্তন নিয়ে আসছে কর্তৃপক্ষ। ইউজারদের যদি এই প্ল্যাটফর্ম ব্যবহারই করতে হয়, তাহলে ৮ ফেব্রুয়ারি, ২০২১ এর মধ্যে কোম্পানির আপডেট টার্মস ও পলিসি মানতে হবে।
সেখান থেকে খবর ছড়িয়ে পড়ে যে, ম্যাসেজিং অ্যাপটি থেকে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে। যার ফলে মানুষ হোয়াটসঅ্যাপ ছাড়তে শুরু করে। গত কয়েকদিনে আড়াই কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগনাল বা টেলিগ্রামে যোগ দিয়েছেন।
এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে ফেসবুক মালিকানাধীন অ্যাপটি জানিয়েছে, তথ্য ফাঁস হওয়ার বিষয়টি সত্য নয়। বরং এ নিয়ে গুজব ছড়িয়েছে।
টুইট করে ইউজারদের উদ্দেশে হোয়াটসঅ্যাপ জানায়, ‘আমাদের নতুন পলিসি নিয়ে একটা গুজব ছড়িয়ে পড়ছে। তবে আশ্বস্ত করছি, আপনাদের ম্যাসেজ ১০০ শতাংশ সুরক্ষিত। অযথা আতঙ্কিত হবেন না’।
ম্যাসেজিং অ্যাপটি আরও জানায়, হোয়াটসঅ্যাপের কর্মীরা কারও ব্যক্তিগত ম্যাসেজ দেখতে পারে না বা হোয়াটসঅ্যাপ কলের কথাবার্তাও শুনতে পারে না। এমনকি ফেসবুকও নয়।
এছাড়া কল ও ম্যাসেজের কোনও রেকর্ড রাখে না হোয়াটসঅ্যাপ। গ্রাহকদের শেয়ার করা লোকেশন বা অবস্থান দেখতে পারে না হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক। ফেসবুকে ইউজারদের কোনও ফোন নম্বর শেয়ার করে না হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপ গ্রুপের সব তথ্যই গোপন থাকে। কোনও ম্যাসেজ সরিয়ে দেওয়ার জন্য ‘ডিসঅ্যাপিয়ার’ অপশনও বেছে নিতে পারেন গ্রাহকেরা। নিজের তথ্য ডাউনলোড করে নিতে পারবেন গ্রাহকেরা।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩