Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ এপ্রিল ২০২৫,   বৈশাখ ২ ১৪৩২

প্রকাশিত: ১৫:২৭, ২৯ আগস্ট ২০১৯
আপডেট: ১৫:২৮, ২৯ আগস্ট ২০১৯

দেশে প্রথমবার হাড় না কেটে হার্টে সফল অস্ত্রোপচার

বুকের হাড় না কেটে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সরকারি হাসপাতালে সফলভাবে হার্টের অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) ডা. আশ্রাফুল হক সিয়ামের নেতৃত্বে স্বাস্থ্যখাতের আধুনিক চিকিৎসা পদ্ধতি মিনিমাল ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি (এমআইসিএস) করা হয়।

এমআইসিএস পদ্ধতিটি আমেরিকাসহ বিশ্বের অনেক দেশে এরইমধ্যে সাফল্য লাভ করেছে। ফলে এ পদ্ধতিতে চিকিৎসাগ্রহণকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

গত রোববার সফল অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়ি ফিরে যান পাবনার সুজানগরের দুলাই থেকে আসা নূপুর।

জানতে চাইলে ডা. আশ্রাফুল হক সিয়াম বলেন, এই পদ্ধতিতে বুক না কেটে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে হার্টের অস্ত্রোপচার করা হয়। এতে রোগীর আতঙ্ক, ঝুঁকি, ব্যথা ও সময় কমের পাশাপাশি খরচও কম হয়। এছাড়াও অস্ত্রোপচারের পরদিনই রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিতে পারেন। সব মিলিয়ে এটি একটি আধুনিক ও ঝুঁকিমুক্ত পদ্ধতি।

বর্তমানে প্রচলিত ‘কনভেনশনাল হার্ট সার্জারি’ পদ্ধতিতে বুকের মাঝখান বরাবর কেটে হার্টের অস্ত্রোপচার করা হয়। কিন্তু মিনিমাল ইনভেসিভ পদ্ধতিতে বুক না কেটে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে হার্টের অস্ত্রোপচার করা হয়।

এর আগে, ২০১৫ সালে বাংলাদেশে এ পদ্ধতিতে পরীক্ষামূলকভাবে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে কয়েকজন হৃদরোগীর অস্ত্রোপচার হয়েছে।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়