তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২১:২০, ২৭ মার্চ ২০২১
বাংলাদেশে ফেসবুক-ম্যাসেঞ্জার ডাউন, যা বলল কর্তৃপক্ষ
ফাইল ছবি
বাংলাদেশে শুক্রবার (২৬ মার্চ) বিকেল থেকে ফেসবুক ও ম্যাসেঞ্জার ডাউন হয়ে আছে। এ নিয়ে শনিবার একটি বিবৃতি প্রকাশ করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
রয়টার্সের এক প্রতিবেদনে ফেসবুক জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে বিক্ষোভকারীদের বিরোধীতার মধ্যে ফেসবুক সেবা বিঘ্নিত হচ্ছে।
তারা বলছে, 'বাংলাদেশে ফেসবুক সীমিত করার বিষয়টি আমরা জানি। আমরা এটি বোঝার চেষ্টা করছি। সবাই যাতে দ্রুত পূর্ণ একসেস পায় সেজন্য আমরা কাজ করছি।'
উল্লেখ্য, নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়েছে। শুক্রবার মোদি বিরোধী বিক্ষোভে ৫ জনের মৃত্যু হয়েছে।
ফেসবুক বা মেসেঞ্জার ব্লক করে দেওয়া হয়েছে কি না এ বিষয়ে বাংলাদেশ সরকার কোনো মন্তব্য করেনি বলেও রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়।
রয়টার্স বলছে, এর আগে বিক্ষোভ দমাতে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার নজির আছে।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে পাঁচটা থেকে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করতে অসুবিধায় পড়েন ব্যবহারকারীরা।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩