তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২৩:৫১, ৩১ মার্চ ২০২১
শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো
দেশে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১’। আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, আইডিয়া প্রকল্প, এটুআই, স্টার্টাপ বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) যৌথ উদ্যোগে এই আয়োজন।
‘মেক হেয়ার, সেল এভরিহোয়ার’ স্লোগানে রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে আগামী ১ এপ্রিল থেকে তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত থেকে সকালে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন।
এ প্রদর্শনীর পৃষ্ঠপোষকদের সম্মানে ৩০ মার্চ (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে ‘স্পন্সর নাইট’ শীর্ষক মিলন মেলা অনুষ্ঠিত হয়। বিসিএস-এর যুগ্ম মহাসচিব মো. মুজাহিদ আল বেরুনী সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএস মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তিতে নিজেদের পারদর্শিতা সম্পর্কে দেশের এবং বিদেশের মানুষদের স্বচ্ছ ধারণা দিতে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১’।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে সকলকে ভার্চুয়ালে অংশ নেয়ার আহ্বান জানিয়ে বিসিএস সহ-সভাপতি মো. জাবেদুর রহমান শাহীন বলেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি পণ্য প্রদর্শনকে গুরুত্ব দিয়ে এবারের প্রদর্শনীতে আমরা ভিন্নতা এনেছি। আমরা দেখাতে চেয়েছি ডিজিটাল বাংলাদেশে ঘরে বসেও আপনি পেতে পারেন এই প্রদর্শনীতে সরাসরি ঘুরে দেখার আমেজ। কোভিড পরিস্থিতিতে সতর্কতা অবলম্বনের জন্যই এবারের আয়োজনে আমরা অনলাইনকে গুরুত্ব দিয়েছি।
[আরও পড়ুনঃ গ্রাহকরা শর্তসাপেক্ষে ফিরে পেতে পারেন বাতিল হওয়া সিম]
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, এনডিসি ভিডিও বার্তায় বলেন, হাই-টেক পার্ক কর্তৃপক্ষ সরকারের আইসিটি বিভাগ, আইডিয়া প্রকল্প, এটুআই, স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড এবং বিসিএসকে সঙ্গে নিয়ে দেশীয় তথ্যপ্রযুক্তি শিল্প বিকাশে এই ইনোভেশন এক্সপোর আয়োজন।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় বিসিএস সভাপতি মো. শাহিদ-উল-মুনীর বলেন, দ্বিতীয়বারের মতো আমরা ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২১ আয়োজন করতে যাচ্ছি। ১-৩ এপ্রিল পর্যন্ত তিনদিনব্যাপী এই প্রদর্শনী অনলাইনে অনুষ্ঠিত হবে। তবে প্রদর্শনীতে আয়োজিত সেমিনারগুলোতে স্বাস্থ্যবিধি মেনে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকছে। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান এবং সেমিনারগুলো অনুষ্ঠিত হবে।
ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর প্লাটিনাম স্পন্সর ইভ্যালি, গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে আসুস, ইপসন, স্যামসাং, ফেয়ার ইলেক্ট্রোনিক্স ও ওয়ালটন। সিলিভার স্পন্সর হিসেবে রয়েছে হালিমা গ্রুপ, লিও, ওরিক্স বায়োটেক, সনির্যাগস, সিডনি সান এবং টিপি লিংক।
এছাড়াও ইভেন্টের পার্টনার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, আইসিটি অধিদপ্তর, কন্ট্রোলার অব সার্টিফাইং অথোরিটি, বেসিস, বাক্কো, ই-ক্যাব, আইএসপিএবি, বিআইজেএফ, টিএমজিবি। গেমিং পার্টনার গিগাবাইট।
বিসিএস-এর সেক্রেটারি জেনারেল ও প্রদর্শনীর আহ্ববায়ক মোহাম্মদ মনিরুল ইসলাম প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে সবাইকে ভার্চুয়ালে অংশ নেয়ার জন্য আহ্বান জানান। পাশাপাশি স্পন্সরদের এই মেলায় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।
আইনিউজ/এসডি
সংশ্লিষ্ট নিউজঃ আইসিটি বিভাগের উদ্যোগে নির্মিত ‘মুজিব ১০০’ অ্যাপ উদ্বোধন
ট্যাক্সের তথ্য না দিলে ইউটিউবারদের আয়ের ২৪ শতাংশ কেটে নেবে গুগল
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩