তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৬:০৭, ৪ মে ২০২১
রোহিঙ্গা শরণার্থী শিবিরে লাইটিং সল্যুশন প্রদান করলো ‘বিয়ন্ড২০২০’
সংযুক্ত আরব আমিরাত পরিচালিত জনকল্যাণমূলক উদ্যোগ ‘বিয়ন্ড২০২০’ সম্প্রতি বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে তাদের সৌরশক্তি পরিচালিত লাইটিং সল্যুশন কার্যক্রমের সফল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই কার্যক্রমের আওতায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গা শরণার্থীর জীবন আলোকিত হয়েছে।
সন্ধ্যার পর নিরাপত্তা বৃদ্ধি এবং সামাজিক ও সাম্প্রদায়িক কার্যক্রম চালানোর উপযুক্ত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগটি বাস্তবায়ন করা হয়েছে। এই উদ্যোগটি ২০বাই২০২০ এর দ্বিতীয় পর্যায়কে চিহ্নিত করে, যা ফ্ল্যাগশিপ প্ল্যাটফর্ম হিসেবে সারা বিশ্বে নিরবিচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনার জন্য সম্প্রতি ‘বিয়ন্ড২০২০’ শিরোনামে নতুনভাবে পরিচিত হচ্ছে।
‘বিয়ন্ড জেনারেশনস’, ‘বিয়ন্ড বর্ডারস’ এবং ‘বিয়ন্ড লিমিটস’ -এ গিয়ে, বিয়ন্ড২০২০ টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন প্রচেষ্টার আওতায় প্রযুক্তি সরবরাহ করে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা অজস্র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে নানা গুরুত্বপূর্ণ ও জীবনরক্ষাকারী সমাধান প্রদান করে আসছে।
ফ্রান্স-ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান এবং জায়েদ সাসটেইনেবিলিটি প্রাইজ ২০২০ -এ ‘এনার্জি’ ক্যাটাগরিতে বিজয়ী ‘ইলেকট্রিশিয়ানস উইদাউট বর্ডারস’-কে বিয়ন্ড ২০২০ এর পক্ষ থেকে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী শিবিরে প্রযুক্তি স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। নবায়নযোগ্য শক্তি ও উদ্যোগমুখী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে হাজারো শরণার্থীর জীবনে উন্নতি সাধন করে ইতিপূর্বে পুরষ্কারপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি তাদের বহুল প্রশংসিত ‘লাইট ফর দ্য রোহিঙ্গাস’ শীর্ষক প্রকল্পের মাধ্যমে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের মানবিকতার দৃষ্টান্তকে অক্ষুণ্ণ রাখার ধারাবাহিকতায় ইতোমধ্যে বিশ্বের মোট নয়টি দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে টেকসই প্রযুক্তি ও সমাধান প্রদান করেছে বিয়ন্ড২০২০ প্রকল্প। এই প্রতিটি সমাধান বা প্রযুক্তিই বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনে পরিবর্তন সাধন করেছে এবং সবগুলোই জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজের বিজয়ী কিংবা ফাইনালিস্টের তালিকায় অন্তর্ভুক্ত।
বিয়ন্ড২০২০ শীর্ষক উদ্যোগ প্রসঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী হিজ এক্সেলেন্সি ড. সুলতান আহমেদ আল জাবের বলেন, ‘দুর্দশাগ্রস্ত জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সমূহ অর্জনের পথে অগ্রসর হওয়া বিয়ন্ড২০২০ উদ্যোগের মূলনীতির অংশ। বাংলাদেশে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ সাধন করতে পেরে বিয়ন্ড২০২০ এবং এর সহযোগীগণ অত্যন্ত আনন্দিত এবং একই সাথে শরণার্থীদের দুর্দশা লাঘবে যেসব অলাভজনক জনকল্যাণমূলক প্রতিষ্ঠান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদের আমরা উৎসাহ প্রদান করছি।’
তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত সুদীর্ঘ কাল যাবত একটি সামগ্রিক জনকল্যানমূলক দৃষ্টিভঙ্গি বজায় রেখেছিল, যা বিশ্বের বিভিন্ন অঞ্চলে জনহিতকর কাজ করার প্রচেষ্টায় টেকসই সমাধান প্রদান এবং বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও পরিচালনায় সহায়তা করার লক্ষ্যে বিজ্ঞ নেতৃত্বের অধীনে পুনরায় জাগ্রত হয়। বিয়ন্ড ২০২০ এর এই গুরুত্বপূর্ণ লাইটিং সল্যুশনের সূচনা করতে আমরা অত্যন্ত আনন্দিত এবং এটি নিঃসন্দেহে জনগোষ্ঠীর প্রাত্যহিক জীবনকে আরো সহজ ও নিরাপদ করে তুলবে, তাদের কল্যাণে বর্ধিত কার্যপরিসরকে সুবিধা দেওয়ার জন্য আরও উপযুক্ত পরিবেশ তৈরি করবে। বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা আর্ত জনপদের কাছে জায়েদ সাস্টেইনেবিলিটি প্রাইজের বিজয়ী এবং চূড়ান্ত প্রতিযোগীদের টেকসই ও উদ্ভাবনী উদ্যোগগুলোকে পৌঁছে দিতে এবং সহযোগিতা করতে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাব।’
বিয়ন্ড ২০২০ এর দ্রুত অগ্রগতি, অধ্যবসায় এবং সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্ব এখন বৈশ্বিক মহামারী দ্বারা সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলা করছে এবং আন্তর্জাতিক টেকসইতা সম্প্রদায়ের সকল অংশীদারের ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশন (ইউএনএইচসিআর)-এর প্রতিনিধি জোহানেস ভ্যান ডের ক্লাউ বলেন, ‘টেকসই এনার্জি সল্যুশনের প্রশ্নে বিয়ন্ড২০২০ উদ্যোগটি যুগান্তকারী ভূমিকা রেখেছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জীবনে ইতিবাচক পরিবর্তন সাধনে এমন মহতী একটি দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতের অন্ধকার দূর করে বিভিন্ন সামাজিক উন্নয়ন এবং বঞ্চিত জনগোষ্ঠীর মানুষ, বিশেষত বিশেষভাবে সক্ষম মানুষ, নারী ও অল্পবয়সী মেয়েদের জন্য এই প্রকল্পটি নিরাপত্তা নিশ্চিত করেছে। নবায়নযোগ্য শক্তির বর্ধিত ব্যবহারের মত টেকসই প্রযুক্তির উপযোগিতা গঠন বাংলাদেশে ইউএনএইচসিআর’এর অন্যতম অগ্রাধিকারের বিষয়।’
ইলেকট্রিশিয়ানস উইদাউট বর্ডারস শরণার্থী শিবিরে ২৪০টি সোলার হোম সিস্টেমস ও ৬৪০টি সোলার ল্যাম্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্পের আওতায় তাদের আন্তর্জাতিক দক্ষতা সরবরাহ করেছে এবং পাশাপাশি এসব বাসিন্দাদের নিজ নিজ পরিবারের জন্য সরঞ্জাম রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ প্রদান করেছে। বিশেষভাবে সক্ষম মানুষ, গর্ভবতী নারী এবং অল্পবয়সী মেয়েদের ওপর বিশেষ গুরুত্বারোপসহ বাংলাদেশে সকল শরণার্থীর উন্নয়ন বিয়ন্ড২০২০ এর মূলমন্ত্র।
এই প্রকল্পের প্রথম পর্যায়ের অংশ হিসেবে নেপাল, তানজানিয়া, উগান্ডা, জর্দান, মিশর, কম্বোডিয়া, মাদাগাস্কার এবং ইন্দোনেশিয়াতে শক্তি, স্বাস্থ্য, পানি এবং খাদ্যসহ বিভিন্ন খাতে মোট আটটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে উন্নয়ন কাজের জন্য বাংলাদেশ ছাড়াও আরো ১১টি দেশকে বাছাই করা হয়েছে।
বিয়ন্ড২০২০’র মাধ্যমে একটি ক্রমবর্ধমান অংশীদারিত্বের শক্তি তৈরি হচ্ছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন আরব আমিরাত-ভিত্তিক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যেমন, আবু ধাবি গ্লোবাল মার্কেট, আবু ধাবি ফান্ড ফর ডেভেলপমেন্ট, মুবাদালা পেট্রোলিয়াম, দ্য মিনিস্ট্রি অব টলারেন্স অ্যান্ড কোএক্সিস্টেন্স, মাসদার এবং বিএনপি পারিবাস।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩