তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০:৫২, ৭ মে ২০২১
শুরু হলো রিয়েলমি ঈদ ক্যাম্পেইন
‘ঈদের খুশি, রিয়েলমি-তে বেশি’ এই স্লোগান নিয়ে শুরু হলো তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি-এর মেগা ঈদ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন ফ্রিজ, টিভি, স্মার্টফোনসহ হাজারো আকর্ষণীয় পুরষ্কার। সাথে থাকছে নিশ্চিত ক্যাশব্যাক অফার। নিকটস্থ স্মার্টফোন শপ থেকে অফিশিয়াল রিয়েলমি স্মার্টফোন কিনলেই পাওয়া যাবে দুর্দান্ত ঈদ অফার।
এই ক্যাম্পেইন ১ মে থেকে ১৫ মে পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিটি ক্রয়ের সাথে থাকছে যেকোন একটি নিশ্চিত পুরষ্কার - ফ্রিজ, টিভি, রিয়েলমি ৮ প্রো, রিয়েলমি ৮, জুসার ব্লেন্ডার, রিয়েলমি ওয়াচ, রিয়েলমি বাডস কিউ, রিয়েলমি বাডস ক্লাসিক, রিয়েলমি সি২১ গিফট বক্স এবং তাত্ক্ষণিক ক্যাশব্যাক (৫০-১০০০ টাকা পর্যন্ত)। ক্যাম্পেইন এবং এর শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানতে ০৯৬১০৫৫৫৫৫৫ নাম্বারে কল করতে পারেন।
এই অফারটি কেবলমাত্র রিয়েলমির অফিশিয়াল স্মার্টফোনগুলোর জন্য প্রযোজ্য। ১ মে-১৫ মে, ২০২১ পর্যন্ত যেসকল অফিশিয়াল রিয়েলমি স্মার্টফোন কেনা হবে, সেসব ক্রয়কৃত ফোন এই অফারের আওতাভুক্ত। পুরষ্কার জেতার সাথে সাথে ক্রেতা প্রদত্ত স্মার্টফোন নাম্বারে এসএমএস পাবেন।
এখানেই শেষ নয় ঈদ অফার, ক্যাম্পেইন চলাকালীন সময়ে যারা রিয়েলমি সি২৫ এবং সি২১ ক্রয় করবেন তাদের জন্য থাকছে বিদ্যমান ওয়্যারেন্টি সহ অতিরিক্ত আরো ৬ মাসের ওয়্যারেন্টি। দুইটি স্মার্টফোনের রয়েছে টিইউভি রাইনল্যান্ড উচ্চ গুণগত মানের স্বীকৃতিপত্র। তাই দীর্ঘদিন স্মার্টফোন দুইটি শতভাগ পারফরমেন্স বজায় রেখে ব্যবহার করা যাবে। পাশাপাশি, রিয়েলমি সি২৫ রিয়েলমি ইউআই ২.০ এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে, যার মানে হল ব্যবহারকারীরা কাস্টমাইজড স্মার্টফোন অভিজ্ঞতা উপভোগ করতে এবং তাদের ইচ্ছেমতো বিভিন্ন ফিচার কাস্টমাইজ করার সুযোগ পাবেন।
শপের ঠিকানা ও অফারের বিস্তারিত জানতে ক্লিকঃ https://rebrand.ly/realme_EidOffer
রিয়েলমি সম্প্রতি সি২১ বাংলাদেশের বাজারে অবমুক্ত করেছে এবং এই ফোনের (৩ জিবি র্যামের সঙ্গে ৩২ জিবি স্টোরেজ) ভ্যারিয়েন্টটি এখন মাত্র ১০,৯৯০ টাকায় দেশব্যাপী পাওয়া যাচ্ছে। রিয়েলমি সি২১ তাদের এন্ট্রি-লেভেল সি সিরিজ স্মার্টফোনের একটি আপগ্রেড ভার্সন এবং টিইউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা মানের প্রশংসাপত্র প্রাপ্ত প্রথম এন্ট্রি-লেভেল অলরাউন্ডার ফোন।
এই ফোনের ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করে এবং এটি রিভার্স চার্জিং সমর্থন করে। সুপার পাওয়ার মোড চালু থাকা অবস্থায় সি২১ ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে চলবে। রিভার্স চার্জিং থাকায় রিয়েলমি সি২১ আপনার স্মার্টফোনের ব্যাটারি লাইফ সেভারও বটে।
হেলিও জি৩৫ ১২ ন্যানোমিটার অক্টা-কোর ৬৪ বিটস প্রসেসর দ্বারা চালিত রিয়েলমি সি২১-এ রয়েছে ১৩ মেগাপিক্সেলের এআই ট্রিপল ক্যামেরা এবং তাত্ক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ১৩ মেগাপিক্সেলের ইমেজ সেন্সরের সাথে এফ/২.২ অ্যাপারচার অল্প আলোতেও পরিষ্কার, উজ্জ্বল ছবি তুলতে সাহায্য করবে। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরার সাহায্যে খুব সহজে ক্রিস্টাল ক্লিয়ার সেলফি তোলা সম্ভব।
এই ঈদে তাই রিয়েলমির মেগা ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিন হাজারো উপহার, সাথে থাকছে দারুণ সব রিয়েলমি স্মার্টফোনের সাথে ট্রেন্ডসেট করার দুর্দান্ত সুযোগ।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩