তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১০:৫০, ২২ মে ২০২১
‘পৃথিবীর ৪৫ শতাংশ শিশু ফেসবুক ব্যবহার করে’
বিশ্বের অন্যতম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। আর এ মাধ্যমটি ব্যবহার করে পৃথিবীর ৪৫ শতাংশ শিশু। শুধু তাই নয়, ইনস্টাগ্রাম আছে ৪০ শতাংশের।
অলাভজনক প্রতিষ্ঠান থ্রনের একটি জরিপের তথ্য উদ্ধৃত করে এমন খবর দিয়েছে বিজনেস ইনসাইডার।
ফেসবুক সম্প্রতি জানিয়েছে, তারা শিশুদের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ বানানোর চেষ্টা করছে। এই খবরে যুক্তরাষ্ট্রের অনেক আইনজীবী উদ্বেগ প্রকাশ করেছেন।
ফেসবুকের বর্তমান পলিসি অনুযায়ী ১৩ বছরের কম বয়সীরা অ্যাপটিতে সাইনআপ করতে পারে না। তবে জরিপ বলছে, বয়স গোপন রেখে অনেক শিশু অ্যাপটি ব্যবহার করছে। আর তাদের সুরক্ষা দিতে কোম্পানিটি ব্যর্থ।
জরিপে দেখা গেছে, শিশুদের ৩৬ শতাংশ ফেইসবুকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হয়। এর মধ্যে যৌন হেনস্তার মতো ঘটনা বেশি। ইনস্টাগ্রামে এটি ২৬ শতাংশ।
ফেসবুক শিশু পর্নোগ্রাফির মঞ্চ হয়ে উঠতে পারে বলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আগেই সতর্ক করেছে।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা বলছেন, কোনো মার্কিন বা তাদের কোনো প্রতিনিধি নিয়মনীতিহীন এমন জায়গা সৃষ্টি করেননি। বড় একটি কোম্পানির মালিক এ জায়গা সৃষ্টি করেছেন।
ফেসবুক তাদের প্ল্যাটফর্মে যোগাযোগের ক্ষেত্রে এনক্রিপশন করেছে। তারপরেও উদ্বেগ শেষ হয়নি।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩