তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৯:২৮, ২৩ মে ২০২১
ইউটিউবের নতুন তিন শর্ত, ১ জুন থেকে কার্যকর
বিশ্বের জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব।পৃথিবীর সব ধরনের ভিডিও পাওয়া যায় এই সাইটে। শুধুমাত্র সার্চ করলে পুরো পৃথিবী চলে আসবে আপনার হাতের মুঠোয়।
প্রযুক্তির সহজলভ্যতার এ সময়ে ইন্টারনেট থেকে আয়ের বর্তমানে নির্ভরশীল প্ল্যাটফরম ইউটিউব। অনেকেই ইউটিউব থেকে আয় করছেন পাশাপাশি জনপ্রিয়তাও পেয়েছেন।
এদিকে সম্প্রতি নতুন কিছু শর্তের ঘোষণা দিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। আর সেই নিয়মগুলো আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
শর্তগুলো হলো-
১. অনুমতি ছাড়া কোনো ব্যাক্তি, ব্যবহারকারী কিংবা অডিয়েন্সের এমন কোনো তথ্য সংগ্রহ করা যাবে না, যা কোনো ব্যক্তিকে অন্য কেউ শনাক্ত করতে পারে।
অর্থাৎ অনেকেই ওয়েবসাইট কিংবা অ্যাপের মাধ্যমে বিভিন্ন ইউজার ডেটা সংগ্রহ করেন। যা পরবর্তীতে মার্কেটিং কিংবা সেই তথ্য কারো কাছে বিক্রি করে দেন অথবা উদ্দেশ্যমূলকভাবে তথ্য ব্যবহার করে কারো ক্ষতি করেন। তাই এই ধরণের তথ্য সংগ্রহ করা থেকে সাবধান থাকতে হবে, এটা না মানলে সাজা হিসেবে চিরতরে বন্ধ হয়ে যেতে পারে আপনার একাউন্ট।
২. আপনার ইউটিউব চ্যানেলের মনেটাইজেশন না থাকলেও ইউটিউব আপনার কনটেন্ট নিয়ে ব্যবসা করতে পারবে এবং আপনার সকল ভিডিও এর উপর বিজ্ঞাপন প্রদর্শন করতে পারবে, কিন্তু সেই টাকার ভাগ আপনি পাবেন না।
৩. ইউটিউব আপনাকে যে টাকা দেয় তা এতদিন রেভেনিউ শেয়ার কিংবা ইউটিউব পার্টনার হিসেবে দেওয়া হতো। কিন্তু এই জাতীয় অর্থ প্রদান এখন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে কর দৃষ্টিকোণ থেকে রয়্যালটি হিসাবে বিবেচিত হবে এবং আইনের দ্বারা যেখানে প্রয়োজন সেখানে গুগল কর আটকাবে। এই পদ্ধতি ইনকামট্যাক্সের ক্ষেত্রে বরং সুবিধা হতে পারে।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩