তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৮:৩৫, ২৮ মে ২০২১
ফেসবুক আইডি নিরাপদ রাখতে পুলিশের পরামর্শ
বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। ২০০৪ সালে মার্ক জুকারবার্গের হাত ধরে পথচলা শুরু করা ফেসবুকের এখন ১৭৯ কোটি ব্যবহারকারী।
বিশ্বের মোট জনসংখ্যার সাত ভাগের এক ভাগ প্রতি মাসে অন্তত একবার হলেও ফেসবুক ব্যবহার করে। সময় পার করার পাশাপাশি অনেকেই এখন ব্যবসায়িক কাজে ফেসবুক ব্যবহার করছেন। তবে ফেসবুকের নিরাপত্তাবিষয়ক নিয়ম-কানুন ভালোভাবে না জানার ফলে অনেককেই নানা হয়রানি ও বিড়ম্বনার মধ্যে পড়তে হচ্ছে।
এ বিষয়ে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ পরিচালিত বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে শুক্রবার একটি পোস্ট দেয়া হয়। যেখানে ফেসবুক আইডি নিরাপদ রাখতে কিছু পরামর্শ দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো হলো-
ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে মোবাইল নম্বর বা ইমেইল অ্যাড্রেস ব্যবহার করবেন, তা সবসময় সচল রাখুন। কারণ হ্যাকার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইমেইল পরিবর্তন করলে সঙ্গে সঙ্গেই আপনাকে সতর্ক করে একটি রিকভারি লিংক পাঠিয়ে দেয়। তাতে ক্লিক করে সহজেই হ্যাক হওয়া আইডি রিকভার করা সম্ভব।
১. ফেসবুক অ্যাকাউন্টে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু রাখুন। এর জন্য ফেসবুকের সেটিংস থেকে Security and login এ গিয়ে two-factor authentication অপশনে মোবাইল নম্বর কিংবা ইমেইল যুক্ত করুন।
২. সরল/দুর্বল পাসওয়ার্ড ব্যবহার না করে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। ব্যক্তিগত তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো শব্দ (যেমন- জন্ম তারিখ, নিজের নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ইত্যাদি) পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকুন।
৩. ছোট-বড় অক্ষর, নম্বর ও বিভিন্ন চিহ্ন মিলিয়ে কমপক্ষে ১২ ক্যারেক্টারের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।
৪. ফেসবুকের ক্ষেত্রে ট্রাস্ট কন্ট্যাক্ট-এ ৩ থেকে ৫ জন ঘনিষ্ঠ ফেসবুক বন্ধুকে যুক্ত রাখুন। এর ফলে আইডি হ্যাক হয়ে গেলেও তা উদ্ধার করা সহজ হবে।
৫. ফেসবুক অ্যাকাউন্ট খোলার সময় জাতীয় পরিচয়পত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাম ও জন্মতারিখ ব্যবহার করুন। এতে আপনার আইডি হ্যাক হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা সহজ হবে।
৬. জন্মতারিখ, ফোন নম্বরসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য উন্মুক্ত রাখবেন না। এতে বিভিন্ন রকমের হয়রানি ও প্রতারণা থেকে নিজেকে মুক্ত রাখা সহজ হবে।
৭. ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি সেটিংস অপশনটি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য, ছবি, পোস্টের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রয়োজনে প্রোফাইল লক করে রাখুন।
৮. স্ট্যাটাস, ছবি ইত্যাদি সতর্কতার সঙ্গে এবং প্রাইভেসি নিশ্চিত করে শেয়ার করুন। ফেসবুকে নিজের জীবনাচরণকে যত বেশি উন্মুক্ত করবেন আপনি ততবেশি ঝুঁকিতে থাকবেন।
ফেসবুকের তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে দুই কোটি ৪০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। প্রতি মিনিটে একসঙ্গে দুই হাজার মানুষ ফেসবুকে লগইন করে থাকে। তাই নিজের ফেসবুক আইডি নিরাপদ রাখতে উপরের পরামর্শগুলো মেনে চলুন।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩