তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০:০২, ৩০ মে ২০২১
বাংলাদেশে ব্যবসা করতে নিবন্ধভুক্ত হলো গুগল ও অ্যামাজন
প্রযুক্তি জায়ান্ট গুগল ও ই-কমার্স সংস্থা অ্যামাজন বাংলাদেশে ব্যবসা পরিচালনা করতে প্রস্তুত। এরই মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে তাদের ব্যবসায়িক পরিচয় নম্বর (বিআইএন) পেয়েছে সংস্থা দুটি।
প্রথমবারের মতো দুটি দেশের বাইরে থেকে পরিচালিত সংস্থা দেশে বিআইএন-এর জন্য নিবন্ধভুক্ত হয়েছে। তারা এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত আয় থেকে ১৫ শতাংশ ভ্যাট দেবে এবং প্রতি বছর মোট টার্নওভারে রিটার্ন জমা দেবে।
গুগল ও অ্যামাজনের এই প্রদক্ষেপ নতুন একটি অধ্যায় হয়ে থাকবে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের প্রযুক্তি সংস্থাগুলোর কাছে বাংলাদেশে তাদের অফিস খোলার প্রক্রিয়াটি আরও সহজ হবে। ফেসবুকের মতো কর্পোরেশনদেরও এখানে নিবন্ধকরণের উপায় সহজ হচ্ছে এর মাধ্যমে।
এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্পের পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, সোমবার অ্যামাজনকে এবং বৃহস্পতিবার গুগলকে বিআইএন নম্বর দেয়া হয়েছে। যা যথাক্রমে গুগল এশিয়া-প্যাসিফিক পেটি লিমিটেড এবং অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনক নামে নিবন্ধন করেছে।
গত বছর এনবিআরের চাপের পরে ফেসবুক বাংলাদেশে ব্যবসা করার জন্য একটি এজেন্ট নিয়োগ করেছিল। সংস্থার এজেন্ট এইচটিপুল বোর্ডকে ভ্যাট দিচ্ছে, কিন্তু ফেসবুকের এখনও বাংলাদেশে বিআইএন নেই।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩