তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২৩:২৩, ৫ জুন ২০২১
ভারতীয় ‘কান্নাড়া’ ভাষাকে কুৎসিত বলায় ক্ষমা চাইতে হলো গুগলকে
ভারতের কান্নাড়া ভাষাকে ‘কুৎসিত’ ভাষা বলায় ক্ষমা চাইল গুগল। গুগলে ভারতের কুৎসিত ভাষা কী সার্চ করলে, সার্চ ইঞ্জিন দেখাচ্ছে কান্নাড়া। ফলে ওই ভাষাভাষীদের মনে দেখা দিয়েছে ক্ষোভ।
হঠাৎই এমন প্রশ্ন সার্চ করা এবং রাতারাতি গুগলের কাছ থেকে তার জবাবের স্ক্রিনশট, ভিডিও, ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভারতের কর্ণাটকের সরকার আইনি নোটিশ পাঠায় গুগলকে। বলা হয়, তাদের ভাষাকে অপমান করা হয়েছে। তারকা থেকে রাজনীতিবিদ, সাধারণ মানুষ সকলেই গুগলের কাছে এমন ভুলের কৈফিয়ত চান। কটূক্তি করতে থাকেন গুগল সম্পর্কে। গুগলের সিইও একজন দক্ষিণ ভারতের মানুষ হওয়া সত্ত্বেও এমনটা হতে পারে? প্রশ্ন তুলেছেন অনেকে।
কর্ণাটকের সাংস্কৃতি এবং বন দফতরের মন্ত্রীরা টুইট করে গুগলকে ক্ষমা চাইতে বলেন। তারা জানায়, গুগল হয়ত জানে না, কান্নাড়া ভাষার নিজস্ব একটা ইতিহাস আছে। ২ হাজার ৫০০ বছরের পুরোনো এই ভাষা। এই ভাষা তাদের গর্ব।
এরপরই ক্ষমা চায় গুগল। গুগলের পক্ষ থেকে জানান হয়, কখনও কখনও, ইন্টারনেটে যেভাবে বিষয়বস্তু বর্ণনা করা হয়, তা সঠিক হয় না। বেশ কিছু প্রশ্নে অবাক করা উত্তর দিয়ে থাকে। আমরা জানি এইটা কখনই সঠিক নয়। তবে আমরা আরও সচেতন হওয়ার চেষ্টা করছি। ক্রমাগত আমাদের অ্যালগোরিদমগুলি উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি, এই ঘটনার পর আমরা দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ নিয়েছি।
এরপর আরও জানায়,ভুল বোঝাবুঝি হয়েছে এবং কারও অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য আমরা ক্ষমা চাইছি।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩