তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১১:২৫, ১৭ জুন ২০২১
৭ হাজার মিলি অ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারির স্যামসাং গ্যালাক্সি এম৬২
প্রায়শই জরুরি কাজের সময় বা কারো সাথে গুরুত্বপূর্ণ কথা বলার সময় আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ার মতো বিড়ম্বনায় পড়তে হয়। এমন বিব্রতকর পরিস্থিতিতে চার্জ দেয়ার জায়গা খুঁজতে হয়নি, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন।
এমন পরিস্থিতি থেকে বাঁচতে অনেকেই এখন দীর্ঘ সময় পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এমন মোবাইল ব্যবহারে আগ্রহী হয়ে উঠছেন। তাই, স্মার্টফোন কেনার সময় বিভিন্ন ধরণের চাওয়া থাকলেও, সাধারনত সবারই এখন ব্যাটারির ব্যপারে প্রাধান্য থাকে। বিশেষ করে জেনারেশন জি ও মিলেনিয়াল প্রজন্মের কাছে স্মার্টফোনের ব্যাটারি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বলা হয়ে থাকে, এই দুই প্রজন্মের মানুষ স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে ক্লাস করা, সামাজিক মাধ্যমে সংযুক্ত থাকা, বিনোদনে, এমনকি শপিংসহ সব ধরণের কাজই করে থাকে। একইসাথে, যারা ভ্রমণ করতে ভালোবাসেন বা যাদের কাজের প্রয়োজনে অনেকটা সময়ই বাসার বাইরে থাকতে হয়, তাদের জন্য স্মার্টফোনে শক্তিশালী ব্যাটারি থাকা আবশ্যক।
জেনারেশন জি ও মিলেনিয়াল প্রজন্মের এমন চাহিদা পূরণে স্যামসাং বাংলাদেশ সম্প্রতি বাজারে এনেছে গ্যালাক্সি এম৬২ স্মার্টফোন, যার রয়েছে ৭,০০০ মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। স্মার্টফোন ছাড়াও বাজারে পাওয়া যায় এমন অনেক ট্যাবলেটেরও এমন ব্যাটারি নেই, যা এই স্মার্টফোনে রয়েছে। অন্যদিকে, এই স্মার্টফোনটি তিনদিন পর্যন্ত চার্জ না দিয়েও স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।
স্মার্টফোন পছন্দের ক্ষেত্রে শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ফটোগ্রাফি করতে ভালোবাসেন এমন স্মার্টফোন ব্যবহারকারীর জন্য ভালো মানের ক্যামেরা থাকাটাও জরুরি। স্যামসাং গ্যালাক্সি এম৬২ -এ আছে কোয়াড ক্যামেরা সেট আপ, যা ব্যবহারকারীর মোবাইল ফটোগ্রাফির চাহিদাকেও পূরণ করবে। বিভিন্ন অত্যাধুনিক মানের সেন্সর সমৃদ্ধ এই ডিভাইসে রয়েছে ৬৪ মেগা পিক্সেল সনি আইএমএক্স৬৮৬ প্রাইমারি ক্যামেরা, ১২ মেগা পিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৫ মেগা পিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ৫ মেগা পিক্সেল ডেপথ সেন্সর।
এর প্রাইমারি সেন্সর দিয়ে তোলা ছবির সমৃদ্ধ রঙের মিশেল যে বাস্তবধর্মী ছবি প্রদান করবে তা কোনো ফ্ল্যাগশিপ স্মার্টফোনে তোলা ছবির চেয়ে কম নয়। আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ধারণ করলে ১২০ ডিগ্রি ভিউ সহ এতে পাওয়া যাবে অসাধারণ ডাইনামিক রেঞ্জের স্পষ্ট ছবি। স্মার্টফোনটির ম্যাক্রো অ্যান্ড ডেপথ সেন্সরের মাধ্যমে চমৎকারভাবে ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করা যাবে এবং এর এইচডিআর ফিচারটি ব্যাকলাইট নিয়ন্ত্রণে সহায়তা করবে। সেন্সর দু’টি ব্যবহার করে সামাজিক মাধ্যমে আপলোড করার জন্য অসাধারণ ছবি তোলা যাবে।
গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটিতে রয়েছে ৩২ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এইচডিআর ফিচারের মাধ্যমে ব্যাকলাইট নিয়ন্ত্রিত থাকায় এই ক্যামেরা দিয়ে চমৎকার ছবি ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা। বিশেষ করে, এ স্মার্টফোনে পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলো অসাধারণ হয়।
এখন এই ডিভাইসের অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচার নিয়ে আলোচনা করা যাক। গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনে আছে ৬.৭ ইঞ্চি (১০৮০ x ২৪০০) এফএইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। ডিভাইসটিতে আছে ৬০ হার্জের রিফ্রেশ রেট। এর এক্সিনোস ৯৮২৫ ফ্ল্যাগশিপ চিপসেট অ্যানিমেশন ও স্ক্রলিংকে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করবে। অক্টা-কোর ও মালি-জি৭৬ এমপি১২ জিপিইউ সাপোর্টেড এই ডিভাইসটির র্যাম ৮ গিগাবাইট এবং রম ১২৮ গিগাবাইট।
স্যামসাং গ্যালাক্সি এম৬২ -এর শক্তিশালী চিপসেট ও ব্যাটারি গেমিং অভিজ্ঞতাকে আরো দুর্দান্ত করে তোলে, যা দিয়ে আপনি সহজেই সর্বোচ্চ এইচডিআর গ্রাফিক্স ও এফপিএস সেটিংস সহ পাবজি খেলতে পারবেন। ইউআই ৩.১ দিয়ে নেভিগেটিং করার সময় অথবা অ্যাপ ব্রাউজ করার সময় এই ডিভাইসটি আপনাকে দুর্দান্ত গতিতে চলার অনুভূতি দিবে। বিভিন্ন অ্যাপে একসাথে অনেক কাজ করলেও এর শক্তিশালী চিপসেট ও ব্যাটারি আপনার কাজের গতিকে কমাবে না।
স্যামসাং গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনের চমৎকার দৃষ্টিনন্দন ডিজাইন মুহূর্তেই আপনার নজর কেড়ে নিবে। নিয়মিত ভ্রমণ করেন বা স্মার্টফোনের মাধ্যমে যাবতীয় সব কাজ করেন এমন মানুষের জন্য এই ডিভাইসটি আদর্শ। স্মার্টফোনটির বর্তমান বাজারমূল্য ৩৪,৯৯৯ টাকা। বিশাল ব্যাটারি, শক্তিশালী চিপসেট ও অত্যাধুনিক নানা ফিচার সমৃদ্ধ হওয়ায় বলা যায় স্যামসাং গ্যালাক্সি এম৬২ স্মার্টফোনটি আপনার দৈনন্দিন জীবনে নতুন মাত্রা যোগ করবে।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩