তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ২০:৫০, ২০ জুন ২০২১
বাবা দিবস উপলক্ষে দারাজের বিশেষ ক্যাম্পেইন ‘আমার বাবা সুপার হিরো’
বাবা দিবস উপলক্ষে দেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ (https://www.daraz.com.bd/) নিয়ে এলো ‘আমার বাবা সুপার হিরো’ শীর্ষক একটি ক্যাম্পেইন । ইতিমধ্যে ক্যাম্পেইনটি শুরু হয়ে গেছে এবং এটি এ মাসের ২৪ তারিখ পর্যন্ত চলবে। ক্যাম্পেইন চলাকালীন গ্রাহকরা তাদের বাবার জন্য বিভিন্ন উপহার সামগ্রী যেমন পারফিউম, শেভিং ক্রিম, চকলেট, ট্রিমার এবং অন্যান্য উপহার সামগ্রী বিশেষ অফারে কিনতে পারবেন।
পিতৃত্ব, পিতৃত্বের বন্ধন এবং সমাজে বাবাদের অবদানকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর পালন করা হয় বাবা দিবস। দেশ অনুসারে উদযাপনের দিন ভিন্ন হয়ে থাকে; তবে, বাংলাদেশসহ বিশ্বের বেশিরভাগ দেশে জুন মাসের তৃতীয় রোববার দিবসটি উদযাপন করা হয়।
এই ক্যাম্পেইন চলাকালীন, অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা বাবার সাথে তাদের প্রিয় স্মৃতি পোস্ট করতে পারবেন এবং ফেসবুকে ছবি বা স্টোরি আকারে তাদের পোস্ট করতে হবে। অংশগ্রহণকারীদের ক্যাম্পেইনে প্রবেশ নিশ্চিত করতে নির্দিষ্ট হ্যাশট্যাগ – #SuperDad ও #Daraz ব্যবহার করতে হবে। সর্বোচ্চ লাইক ও রিঅ্যাকশনের ভিত্তিতে বিজয়ী নির্বাচিত হবে।
পাশাপাশি, দারাজ বাবা দিবস ক্যাম্পেইন উপলক্ষে একটি ফেসবুক লাইভ সেশনের আয়োজন করেছে। বিশেষ এই দিন উপলক্ষে, দারাজ কর্মীরা তাদের বাবাদের প্রতি ভালোবাসা জানিয়ে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছে।
এছাড়া, গ্রাহকরা দারাজ থেকে পণ্য কেনার সময় AMARBABA ভাউচার কোড ব্যবহার করে ৫% ছাড় (সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ৩০০ টাকা) উপভোগ করতে পারবেন। গ্রাহকরা সকল কার্ডে ৫% এবং বিকাশে ১০০ টাকা পর্যন্ত প্রি-পেমেন্ট ছাড় পাবেন (প্রি-পেমেন্ট ছাড়ের জন্য কোন ন্যুনতম অর্ডার মূল্য নেই)
এই ক্যাম্পেইনে সহযোগিতা করছে ক্লিয়ার মেন, স্টুডিও এক্স এবং কুল। ক্যাম্পেইনের গিফট স্পন্সর হিসেবে রয়েছে - ওল্ড স্পাইস, জিলেট, কুল, লায়লা ব্লাঙ্ক, স্কিন ক্যাফে, জেইন অ্যান্ড মাইজা, রেডিয়েন, ওয়াইল্ড স্টোন, স্টুডিও এক্স, গেটওয়েল এবং জেএমআই।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩