তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ০০:২৭, ১ জুলাই ২০২১
বিশ্ববাজারে আরও নতুন ৫জি প্রযুক্তি নিয়ে এলো হুয়াওয়ে
চলতি সপ্তাহে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2021) অনুষ্ঠানে সারা বিশ্বের জন্য বেশ কিছু নতুন ৫জি প্রযুক্তি ও পণ্য উন্মোচন করেছে হুয়াওয়ে। এগুলো ‘1+N’ ৫জি প্রযুক্তিকে আরও শক্তিশালী ও কার্যকরী করে তোলার ক্ষেত্রে সাহায্য করবে।
এ খাতের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই পাঁচটি ডিভাইসে মাল্টি অ্যান্টেনা টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে সকল ব্যান্ড ও সকল ক্ষেত্রেই ৫জি নেটওয়ার্ক কাজ করবে। পাশাপাশি ৫জি ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে এবং ক্যারিয়ার কোম্পানিগুলোকেও ৫জি নেটওয়ার্ক আরও সহজে ছড়িয়ে দিতে সাহায্য করবে। এগুলো অনেক সহজে পরিবহণযোগ্য এবং অল্পসংখ্যক জনবলের মাধ্যমে এর ইন্সটলেশন সম্ভব । সেই সাথে স্থাপনের খরচ অনেকাংশে কমিয়ে আনতে সক্ষম।
হুয়াওয়ে ওয়্যারলেস প্রডাক্ট লাইন প্রেসিডেন্ট ইয়াং চাওবিন বলেন, এই প্রযুক্তি-পণ্যগুলো উন্মোচনের মাধ্যমে আমরা সকল ক্ষেত্র এবং ব্যান্ডে মাল্টি অ্যান্টেনা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি। এই প্রযুক্তি ব্যবহারে হুয়াওয়েই প্রথম পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই প্রযুক্তির মাধ্যমে অপারেটর কোম্পানিগুলো আরও কার্যকরী-ভাবে ৫জি সেবা প্রদান করতে সক্ষম হবে। হুয়াওয়ে সারাবিশ্বে এই প্রযুক্তি ও ৫জি সেবা ছড়িয়ে দিতে সকল সহযোগী প্রতিষ্ঠানের সাথে একযোগে কাজ করে যাবে।
নতুন উন্মোচিত প্রডাক্টগুলো হচ্ছে 400 MHz Ultra-Wideband 64T64R Massive MIMO, light weight (19KG) 64T64R Massive MIMO, BladeAAU Pro: 64T A+P Solution, Ultra-Wideband Blade RRU Pro, Commercial FDD Massive MIMO. এই প্রযুক্তিগুলো ইন্ডাস্ট্রিতে হুয়াওয়েই প্রথম উন্মোচন করেছে।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩