তথ্য প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৮:০২, ২৩ জুলাই ২০২১
এক ক্লিকেই গুগল থেকে মুছে যাবে সার্চ হিস্টোরি!
এক ক্লিকেই গুগল থেকে মুছে দিতে পারবেন সার্চ হিস্টোরি। সম্প্রতি এমন ফিচার চালু করেছে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মটি। আইওএস ফোনে এরই মধ্যে সেই সুবিধা মিলবে। আর চলতি বছরের শেষের দিকে অ্যানড্রয়েড ফোনেও সেই ফিচার চালু হবে।
নতুন ব্লগ পোস্টে ‘ডিলিট লাস্ট ১৫ মিনিটস’ ফিচারের বিষয়ে জানিয়েছে গুগল। তারা জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত নিজের ওয়েব এবং অ্যাপের শেষ ১৫ মিনিটের গুগল সার্চ হিস্ট্রি ডিলিট করতে পারবেন। যদি অন্য কাউকে ব্যবহারকারীদের নিজেদের ডিভাইস দিতে হয়, তাহলে এই ফিচারের মাধ্যমে দুর্দান্ত সুবিধা মিলবে।
আপাতত আইওএস ফোনে সেই ফিচার চালু হয়েছে। সেজন্য নিজের প্রোফাইলে ক্লিক করতে হবে। তারপর ‘Search History’-র নিচে ‘Delete last 15 mins'-এর অপশন দেখাবে। এরই মধ্যে আইওএস ফোনে incognito মোডের সুবিধা প্রদান করে গুগল। তবে ‘Delete last 15 mins' ফিচারের সেই কাজ আরও সহজ হবে।
গুগল জানিয়েছে, সেভ থাকা সার্চ হিস্ট্রি একটি মাত্র ট্যাপের মাধ্যমে ডিলিট করার একটি নতুন উপায় ব্যবহার করতে পারেন। এই ফিচার আপাতত আইওএস ফোনের গুপল অ্যাপে পাওয়া যাচ্ছে। চলতি বছরের শেষের দিকে অ্যানড্রয়েড ফোনেও সেই ফিচার চালু হবে।
গুগল অ্যাকাউন্টে সার্চের হিস্ট্রি নিয়ন্ত্রণও করতে পারবেন ব্যবহারকারীরা। অটো-ডিলিটের মাধ্যমে ব্যবহারকারীরা তিন, ১৮ মাস বা ৩৬ মাস পর পর সার্চের হিস্ট্রি মুছে ফেলতে পারবেন।
উল্লেখ্য, ২০১৯ সালের মে মাসে ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষার জন্য একাধিক ফিচার চালু করেছিল। কিন্তু সেগুলো সম্পর্কে সব ব্যবহারকারী জানতেন না। তাই গুগল আশা করছে, এবারের ফিচারটি ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হবে।
আইনিউজ/এসডিপি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩