তথ্য-প্রযুক্তি ডেস্ক
আপডেট: ১৪:২৩, ২৪ জুলাই ২০২১
জেফ বেজোস ও ব্র্যানসনকে নভোচারী বলা যাবে না
সম্প্রতি সফলভাবে মহাকাশ সফর করে এসেছেন বিশ্বের দুই ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন ও জেফ বেজোস। তাদের দুজনেরেই মূল উদ্দেশ্য মহাকাশ সফরকে পর্যটকদের জন্য খুলে দেয়া। তবে, মহাকাশ সফর করে এলেই তাকে ‘নভোচারী’ বলা যাবে না। যুক্তরাষ্ট্র নভোচারীর সংজ্ঞা আরো কঠিন করেছে। যার আওতায় জেফ বেজোস এবং ব্র্যানসনকেও ‘নভোচারী’ বলা যাবে না।
নতুন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) নিয়ম অনুযায়ী, নভোচারী হতে হলে অবশ্যই তাকে ফ্লাইট ক্রু বা রকেট চালনার সঙ্গে যুক্ত থাকতে হবে ও ফ্লাইটে অবদান রাখতে হবে।
যুক্তরাষ্ট্র সরকারের এই নিয়ম অনুযায়ী জেফ বেজোস ও স্যার রিচার্ড ব্র্যানসনকে নভোচারী বলা যাবে না। ২০০৪ সালে এফএএ উইংস প্রোগ্রাম শুরু হওয়ার পর থেকে নিয়মে এই প্রথম পরিবর্তন আনা হলো। গত মঙ্গলবার এই ঘোষণা দেয়া হয়েছিল। ওইদিনই অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ব্লু অরিজিনের তৈরি একটি রকেটে করে মহাকাশ ভ্রমণ করেছিলেন।
একজন বাণিজ্যিক নভোচারী হতে হলে তাকে ভূপৃষ্ঠ থেকে ৫০ মাইল উচ্চতায় ভ্রমণ করতে হয়। বেজোস ও ব্র্যানসন দুজনই তা করেছেন।
কিন্তু এফএএ বলেছে, ‘নভোচারী হতে হলে জননিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিষয়গুলো ফ্লাইটে প্রদর্শন করতে হবে।’
এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, বাণিজ্যিক মহাকাশ ফ্লাইটে জননিরাপত্তা রক্ষা করতে নিয়মে এই পরিবর্তন আনা হয়েছে।
বেজোসের আগে গত ১১ জুলাই নিজের প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিকের তৈরি রকেটে চড়ে মহাকাশ সফর করেন ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন। আগামী বছর থেকে মহাকাশ সফরকে বাণিজ্যিকভাবে চালু করতে চান তারা।
আইনিউজ/এসডি
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩